কেন ইউনিসেফে দান করবেন?
আপনার দান বাংলাদেশের শিশুদের কীভাবে সাহায্য করবে
- পাওয়া যাবে:
- বাংলা
- English
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব শিশুর জীবন ও ভবিষ্যৎ ঝুঁকিতে ছিল, তাদের সাহায্য করতে প্রতিষ্ঠিত হয় ইউনিসেফ। এক্ষেত্রে ওই শিশুরা কোন দেশের নাগরিক সেটি বিবেচ্য ছিল না। ইউনিসেফের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভাবী শিশুদের কাছে পৌঁছানো।
একই কথা আজও সত্য। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা এবং সবচেয়ে অভাবী শিশু ও তরুণদের কাছে পৌঁছাতে আমরা দিন-রাত বিশ্বের সবচেয়ে কঠিন কিছু স্থানে কাজ করি। আমরা তাদের জীবন বাঁচাতে কাজ করি, তাদের অধিকার রক্ষায় কাজ করি। আমরা কাজ করি আঘাত থেকে তাদের নিরাপদ রাখতে। আমরা তাদের এমন একটি শৈশব দিতে চাই, যেখানে তারা সুরক্ষিত ও সুস্থ থাকবে, শিক্ষিত হবে। আমাদের লক্ষ্য, তাদের মধ্যে থাকা সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটানোর জন্য একটি ন্যায্য সুযোগ করে দেওয়া।
আমরা ইউনিসেফ। আমরা সর্বত্র, সব শিশুর পাশে দাঁড়াই। আর আমরা কখনও হাল ছেড়ে দেই না।
ইউনিসেফ কেন তহবিল সংগ্রহ করে?
ইউনিসেফের তহবিল গঠিত হয় সম্পূর্ণভাবে সরকার, আন্তঃসরকারি সংস্থা, বেসরকারি খাত, ফাউন্ডেশন ও ব্যক্তির স্বেচ্ছাসেবামূলক অনুদানের মাধ্যমে। দাতাদের কল্যাণে ইউনিসেফ দরিদ্র শিশুদের জন্য একটি পার্থক্য তৈরি করে। আমরা ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছি এবং অন্য যেকোনো মানবিক সংস্থার চেয়ে বেশি সংখ্যক শিশুর জীবন বাঁচাতে সাহায্য করেছি। দাতাদের সমর্থন ও উদারতা ছাড়া আমরা আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারতাম না। আমরা আশা করি আপনি ইউনিসেফ পরিবারে যোগদানের বিষয়টি বিবেচনা করবেন।
ইউনিসেফ কেন বাংলাদেশে তহবিল সংগ্রহ করে?
একটি শক্তিশালী অর্থনীতি নিয়ে বাংলাদেশ ২০১৫ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছেছে এবং ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এই অর্থনৈতিক অগ্রগতির অর্থ হলো, বাংলাদেশ কম বৈদেশিক সহায়তা পাবে। একই সাথে, একটি ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি তাদের নিজের দেশের সবচেয়ে অরক্ষিত শিশুদের সাহায্য করার জন্য আরও বেশি বেশি দান করতে সক্ষম।
আমি কেন আমার সাদাকাহ ইউনিসেফকে দান করব?
ইউনিসেফ ৭০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা এবং শিশুদের জন্য কাজ করছে। আপনার সাদাকাহ ইউনিসেফকে দেয়ার মাধ্যমে আপনি বাংলাদেশের সবচেয়ে অরক্ষিত শিশুদের জন্য আশা ও স্বস্তি আনতে সাহায্য করেন।
আমার দান কি শুধু বাংলাদেশের শিশুদের সাহায্য করার জন্য ব্যবহার করা হবে?
হ্যাঁ। বাংলাদেশ থেকে সংগ্রহ করা সমস্ত অর্থ বাংলাদেশেই থাকে এবং বাংলাদেশে শিশুদের জন্য ইউনিসেফের কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।
আমি কীভাবে জানব যে আমার টাকা ভুল হাতে যাবে না?
ইউনিসেফ তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত এবং কঠোরভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা করে থাকে। স্বচ্ছ বার্ষিক প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত। ইউনিসেফের কর্মীরা নিয়মিত মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন এবং ইউনিসেফের সব কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করেন।