বাংলাদেশে শিশুদের অবস্থা বিষয়ক উপাত্ত
ইউনিসেফ বাংলাদেশ

- পাওয়া যাবে:
- বাংলা
- English
ব্যবহৃত সংজ্ঞা এবং পদ্ধতির পার্থক্যের কারণে কিছু সূচকের উপাত্ত বিভিন্ন গবেষণায় ভিন্ন হতে পারে। ইউনিসেফ বাংলাদেশের কাজে ব্যবহৃত উৎস ও উপাত্ত এখানে উপস্থাপন করা হয়েছে।
জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ*
শিশু (০-১৭ বছর): ৫ কোটি ৬৯ লাখ (৩৩ শতাংশ) **
নবজাতক (০-১১ মাস): ৩৪ লাখ **
পাঁচ বছরের কম বয়সী শিশু (০-৫৯ মাস): ১ কোটি ৬৩ লাখ **
স্কুল-বয়সী শিশু (৬-১৭ বছর): ৩ কোটি ৭৬ লাখ**
*সূত্র: জনশুমারি ও গৃহগণনা
**সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ২০১৫, পপুলেশন প্রজেকশন অফ বাংলাদেশ: ডায়নামিকস অ্যান্ড ট্রেন্ডস
জন্ম নিবন্ধন
৫৬ শতাংশ শিশুর জন্ম নিবন্ধিত হয়েছে। ৪৪ শতাংশ জন্ম নিবন্ধন হয়নি। (পাঁচ বছরের কম বয়সী শিশু)
সূত্র: ইউনিসেফ ও বিবিএস, ২০১৯, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১৯
রাস্তা-ঘাটে বসবাসকারী শিশু
যদিও এ বিষয়ে সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য উপাত্ত নেই, তবে বিপুল সংখ্যক শিশু রাস্তায় থাকে (রাস্তায় বসবাস করে বা তাদের বেশিরভাগ সময় রাস্তায় কাজ করে) এবং এই সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে।
রাস্তায় ঘুমানো: ৩০.১ শতাংশ শিশু পাবলিক বা খোলা জায়গায় (যেমন রাস্তাঘাট, স্টেশন, টার্মিনাল, মাঠ বা পার্ক) থাকে ও ঘুমায়*
স্বাক্ষরতা: রাস্তায় থাকা শিশুদের ৭১.৮ শতাংশ পড়তে বা লিখতে পারে না*
নির্যাতন ও হয়রানি: রাস্তায় বসবাসকারী শিশুদের ৮২.৯ শতাংশ নির্যাতন ও হয়রানির শিকার হয় পথচারীদের দ্বারা। ৪৯.৮ শতাংশ শিশু কাজের জায়গায় সহিংসতার শিকার হওয়ার কথা জানায়।*
*সূত্র: ইউনিসেফ ও বিবিএস, ২০২৩, 'সার্ভে অন স্ট্রিট চিলড্রেন ২০২২'
শিশু শ্রম
১১.৩ শতাংশ শিশু (৫-১৭ বছর বয়সী) শিশুশ্রম, ঝুঁকিপূর্ণ কাজ বা উভয় ক্ষেত্রেই নিযুক্ত রয়েছে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (৮.৭.১) সংজ্ঞা অনুযায়ী ৬.৮ শতাংশ শিশু শিশুশ্রমে নিয়োজিত। এই সংজ্ঞা বয়স অনুযায়ী সপ্তাহে যে কয় ঘণ্টা কাজ করার কথা তার চেয়ে বেশি সময় অর্থনৈতিক ও গৃহস্থালী কাজে নিয়োজিত থাকা শিশুদের নির্দেশ করে। এই সংজ্ঞায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের অন্তর্ভুক্ত করা হয় না, যদি সপ্তাহে তাদের কর্মঘণ্টার পরিমাণ বয়স অনুযায়ী নির্ধারিত সীমার নিচে থাকে (বয়স ৫-১৭)।
৮ শতাংশ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এটি বিপজ্জনক কাজে নিয়োজিত শিশুদের বোঝায়, এক্ষেত্রে সপ্তাহে শিশুটি কত ঘণ্টা বিপজ্জনক কাজে নিয়োজিত থাকে সেটি বিবেচ্য নয় (বয়স ৫-১৭)।
সূত্র: এমআইসিএস ২০১৯
শিশু বিয়ে
১৮ বছর বয়সের আগে বিয়ে হওয়া মেয়ে: ৫১.৪ শতাংশ (২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে)*
৩ কোটি ৮০ লাখ নারী ও মেয়ের বিয়ে হয়েছে তাদের বয়স ১৮ বছর হওয়ার আগে।**
১৫ বছর বয়সের আগে বিয়ে হওয়া মেয়ে: ১৫.৫ শতাংশ (২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে)*
১৮ বছর বয়সের আগে সন্তান জন্ম দেওয়া মেয়ে: ২৪ শতাংশ (২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে)*
শিশুবিয়ের প্রচলন থাকা দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।**
*সূত্র: এমআইসিএস ২০১৯; ইউনিসেফ, ২০২৩, ইজ এন এনড টু চাইল্ড ম্যারেজ উইদিন রিচ?: লেটেস্ট ট্রেন্ডস এ্যান্ড ফিউচার প্রসপেক্টস
**সূত্র: ইউনিসেফ, ২০২০, শিশু বিয়ের অবসান ঘটানো: বাংলাদেশে অগ্রগতির চিত্র
জলবায়ু পরিবর্তন
মারাত্মকভাবে জলবায়ুজনিত বিপদের সম্মুখীন শিশুর সংখ্যা: ২ কোটি*
চরম আবহাওয়াজনিত কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ম***
শিশুরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে এমন ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম **
জলবায়ু ও পরিবেশগত বিপর্যয়, যেমন- বন্যা, বায়ু দূষণ, মাটি ও পানি দূষণ, ভেক্টরবাহিত রোগ ও তাপপ্রবাহ, এবং মৌলিক অধিকারগুলোর অনিশ্চয়তার কারণে শিশুরা ঝুঁকিতে রয়েছে।
*সূত্র: ইউনিসেফ, ২০১৯, এন্ডিং চাইল্ড ম্যারেজ: এ প্রোফাইল অফ প্রোগ্রেস ইন বাংলাদেশ
** সূত্র: জার্মান ওয়াচ, ২০২১, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স
*** সূত্র: ইউনিসেফ, ২০২১, দি ক্লাইমেট ক্রাইসিস ইজ এ চাইল্ড রাইটস ক্রাইসিস: ইন্ট্রোডিউসিং দি চিলড্রেন’স ক্লাইমেট রিস্ক ইনডেক্স
**** সূত্র: ইউনিসেফ, ২০১৩, অ্যানালাইসিস অফ দা সিসিআরআই ফর লিস্ট ডেভেলপ্ড কান্ট্রিস
প্রতিবন্ধী শিশুদের
প্রতিবন্ধী শিশু মধ্যে যারা আনুষ্ঠানিক শিক্ষায় যুক্ত: ৪০.৪১ শতাংশ (৫-১৭ বছর বয়সী)
প্রাথমিক বিদ্যালয়: ৬৫.২৫ শতাংশ। মাধ্যমিক বিদ্যালয়: ৩৪.৭৫ শতাংশ।
সূত্র: বিবিএস, ২০২২, রিপোর্ট অন ন্যাশনাল সার্ভে অন পার্সনস উইথ ডিজেবিলিটিজ (এনএসপিডি) ২০২১
শিক্ষা
প্রাথমিক বিদ্যালয়ে নেট ভর্তির হার: ৯৭.৪২ শতাংশ*
প্রাথমিক বিদ্যালয় সম্পন্ন করার হার: ৮৫.৮৫ শতাংশ*
প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার: ১৪.১৫ শতাংশ*
মাধ্যমিক পর্যায়ে তালিকাভুক্তির নিট হার: ৭০.২৫ শতাংশ**
মাধ্যমিক বিদ্যালয় সমাপ্তির হার: ৬৪.২৪ শতাংশ**
মাধ্যমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার: ৩৫.৬৬ শতাংশ**
*সূত্র: ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন (ডিপিই), ২০২২, এ্যানুয়াল প্রাইমারি স্কুল সেনসাস (অপিএসসি) ২০২১
**সূত্র: বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন এ্যান্ড স্ট্যাটিসটিক্স (বিএএনবিইআইএস), এডুকেশন স্ট্যাটিসটিক্স, ২০২২
স্বাস্থ্যবিধি
হাত পরিচ্ছন্নতার প্রাথমিক সুবিধা, পরিবারে: ৫৮ শতাংশ; স্কুলে: ৫১ শতাংশ; স্বাস্থ্যসেবা কেন্দ্রে: ৩৮ শতাংশ*
মাসিককালীন যথাযথ স্বাস্থ্য উপকরণ এবং ধৌতকরণের জায়গা প্রাপ্তি: ৯৪ শতাংশ (১৫-৪৯ বছর বয়সী নারী)**
মাসিকের কারণে সামাজিক কার্যক্রমে/স্কুলে/কাজে অংশগ্রহণের সুযোগ হারানো: ১০ শতাংশ (১৫-১৯ বছর বয়সী মেয়েরা)**
*সূত্র: ডব্লিউএইচও, ইউনিসেফ, জয়েন্ট প্রোগ্রাম মনিটরিং (জেএমপি)
**সূত্র: এমআইসিএস ২০১৯
টিকাদান
সঠিক সময়ে সবকটি টিকাপ্রাপ্ত শিশুর হার: ৮৩.৯ শতাংশ (১২ মাস বয়সের মধ্যে)
ডিপথেরিয়া, হুপিং কাশি ও টিটেনাস (ডিপিটি৩): ৯৩.৩ শতাংশ (১২ মাস বয়সের মধ্যে)
হাম ও রুবেলা (এমআর১): ৮৮.৬ শতাংশ (১২ মাস বয়সের মধ্যে)
হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (এইচআইবি১): ৯৯.৭ শতাংশ (১২ মাস বয়সের মধ্যে)
নিউমোকোকাল কনজুগেট (পিসিভি১): ৯৯.৭ শতাংশ (১২ মাস বয়সের মধ্যে)
সূত্র: স্বাস্থ্য সেবা অধিদপ্তর (ডিজিএইচএস), ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস), ২০২১, বাংলাদেশ ইপিআই কভারেজ এভালুয়েশন সার্ভে ২০১৯
মৃত্যুহার
নবজাতকের মৃত্যুহার: প্রতি ১,০০০ জীবিত জন্মে ২০ (০-২৮ দিন বয়সী)
শিশুমৃত্যুর হার: প্রতি ১,০০০ জীবিত জন্মে ২৫ (০-১১ মাস)
পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার: প্রতি ১,০০০ জীবিত জন্মে ৩১ (০-৫৯ মাস)
সূত্র: ইউএসএইড এ্যান্ড নিপোর্ট, ২০২৩, বাংলাদেশ ডেমোগ্রাফিক এ্যান্ড হেলথ সার্ভে ২০২২: কি ইন্ডিকেটরস রিপোর্ট
পুষ্টি
খর্বাকৃতি: ২৩.৬ শতাংশ (০-৫৯ মাস, বয়স অনুযায়ী উচ্চতা কম) *
শীর্ণকায়: ১১ শতাংশ (০-৫৯ মাস, উচ্চতা অনুযায়ী ওজন কম) *
মাঝারি তীব্র অপুষ্টি (এমএএম): ৭.৫ শতাংশ (০-৫৯ মাস) **
গুরুতর তীব্র অপুষ্টি (এসএএম): ২.৩ শতাংশ (০-৫৯ মাস) **
অপুষ্টি (এসএএম+এমএএম): ৯.৮ শতাংশ (০-৫৯ মাস) **
শুধুমাত্র শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো: ৫৪.৮ শতাংশ (০-৫ মাস) *
ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য: ২৮.৭ শতাংশ (৬-২৩ মাস) *
*সূত্র: ইউএসএইড এ্যান্ড নিপোর্ট, ২০২৩, বাংলাদেশ ডেমোগ্রাফিক এ্যান্ড হেলথ সার্ভে ২০২২: কি ইন্ডিকেটরস রিপোর্ট
**সূত্র: এমআইসিএস ২০১৯
স্যানিটেশন
সেফলি ম্যানেজড স্যানিটেশন সার্ভিস (নিরাপদ স্যানিটেশন পরিষেবা) ব্যবহার করা মানুষ: ৩৯ শতাংশ;
ইম্প্রুভড স্যানিটেশন (উন্নত স্যানিটেশন): ৭৮ শতাংশ (পরিবার)
ওপেন ডেফেকেসন (খোলাস্থানে মলত্যাগ): ০ শতাংশ (প্রায় শূন্য শতাংশ পরিবার)
সূত্র: ডব্লিউএইচও, ইউনিসেফ, জয়েন্ট প্রোগ্রাম মনিটরিং (জেএমপি)
শিশুদের প্রতি সহিংসতা
সহিংস শাসনের শিকার শিশু: ৮৯ শতাংশ (বয়স ১-১৪, শারীরিক ও মানসিক, গত মাসের মধ্যে)*
সূত্র: এমআইসিএস ২০১৯
নারীর প্রতি সহিংসতা
অন্তরঙ্গ সঙ্গীর সহিংসতা: ৭৩ শতাংশ (জীবনে কখনও বিয়ে করেছেন এমন নারীরা); ৫৫ শতাংশ (গত ১২ মাসে, জীবনে কখনও বিয়ে করেছেন এমন নারীরা) (শারীরিক ও যৌন সহিংসতা, এবং নিয়ন্ত্রণমূলক আচরণ)
অন্তরঙ্গ সঙ্গীর শারীরিক সহিংসতা: ৫০ শতাংশ (জীবনে কখনও বিয়ে করেছেন এমন নারীরা); ২১ শতাংশ (গত ১২ মাসে, জীবনে কখনও বিয়ে করেছেন এমন নারীরা)
সূত্র: বিবিএস ও ইউএনএফপিএ, ২০১৬, রিপোর্ট ও ভায়োলেন্স এগেইনস্ট ওমেন (ভিএডব্লিও) সার্ভে ২০১৫
পানি
ইম্প্রুভড ড্রিঙ্কিং ওয়াটার সোর্স (উন্নত খাবার পানির উৎস) ব্যবহারকারী মানুষ: ৯৮.৫ শতাংশ।
সেফলি ম্যানেজড ওয়াটার সার্ভিস (নিরাপদ পানির পরিষেবা) ব্যবহারকারী মানুষ: ৫৯ শতাংশ।
সূত্র: ডব্লিউএইচও, ইউনিসেফ, জয়েন্ট প্রোগ্রাম মনিটরিং (জেএমপি)
আরও তথ্যের জন্য আমাদের সংবাদ বিজ্ঞপ্তি এবং গবেষণা ও প্রতিবেদন পেইজগুলো দেখুন
দেশের প্রোফাইল, ডেটাসেট এবং আরও অনেক কিছুসহ বৈশ্বিকভাবে তুলনীয় ইউনিসেফের উপাত্তের জন্য, ইউনিসেফ ডেটা - চাইল্ড স্ট্যাটিস্টিকস দেখুন