মিসেস রানা ফ্লাওয়ার্স
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি

- বাংলা
- English
মিসেস রানা ফ্লাওয়ার্স বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন এবং তিনি ৫ই আগস্ট, ২০২৪-এ দায়িত্ব গ্রহণ করেছেন।
অস্ট্রেলিয়ার নাগরিক মিসেস ফ্লাওয়ার্সের আন্তর্জাতিক উন্নয়ন, শিশু উন্নয়ন ও পলিসি অ্যাডভোকেসিতে ৩৫ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশে নিয়োগ পাওয়ার আগে মিসেস ফ্লাওয়ার্স ভিয়েতনাম, চীন, কম্বোডিয়া, বেলিজ ও মঙ্গোলিয়ায় ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
ইউনিসেফে যোগ দেওয়ার আগে মিসেস ফ্লাওয়ার্স অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে শিশু উন্নয়ন ও পলিসি অ্যাডভোকেসি বিষয়ে কাজ করেন।
মিসেস ফ্লাওয়ার্স ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করেছেন। তিনি সমাজকর্ম (সোশ্যাল ওয়ার্ক) এবং শিল্পকলা (আর্টস) উভয় বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। স্নাতকে তার প্রধান বিষয় ছিল মনোবিজ্ঞান।
মিসেস ফ্লাওয়ার্স বিবাহিত এবং চার সন্তানের জননী।