ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩

৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত জমা দেওয়া যাবে

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড
UNICEF Bangladesh/2013/Haque

শিশুদের বিষয়সমূহ গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকতার উৎকর্ষতাকে স্বীকৃতি দিয়ে থাকে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস। ২০০৫ সালে যাত্রা শুরু করে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩-এ অষ্টাদশ বর্ষে পদার্পণ করলো নিম্নোক্ত বিষয়গুলোতে সংবাদ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নীতিনির্ধারক এবং বৃহত্তর জনসাধারণের কাছ থেকে শিশুদের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে।

 

শর্তাবলী

ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩-এর জন্য শিশু অধিকার প্রতিষ্ঠায় সংবাদ প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

 

যোগ্যতার মানদণ্ড

জমা দেওয়া প্রতিবেদন অবশ্যই:

  • ইংরেজি বা বাংলায় টেক্সট, ফটোগ্রাফি বা ভিডিও ফরম্যাটে ১ সেপ্টেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৩ এর মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রকাশিত হতে হবে;
  • বাংলাদেশে বসবাসরত ব্যক্তির তৈরি হতে হবে;
  • সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে নৈতিক হতে হবে, শিশুদের কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না এবং শিশুদের মর্যাদাকে অবশ্যই সম্মান করতে হবে;
  • মূল প্রকাশনার বিন্যাসে এবং প্রকাশনার প্রমাণসহ ডিজিটালভাবে জমা দিতে হবে;
  • যে বিভাগে জমা দেওয়া হবে তার সঙ্গে সম্পর্কিত হতে হবে;
  • ১২ টি বিভাগের প্রতিটিতে একজন ব্যক্তি/দল তিনটির বেশি আবেদন জমা দিতে পারবে না;
  • বিচারক বা ইউনিসেফ কর্মীদের পরিবারের সদস্য আবেদন জমা দিতে পারবে না।  

এই মানদণ্ড না মেনে জমা দিলে তা অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

 

পুরস্কার নির্বাচনের মানদণ্ড

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের বিচার প্রক্রিয়ার জন্য কোনও নির্দিষ্ট মানদণ্ড নেই। প্রতিটি বিভাগের সংজ্ঞাই সে সম্পর্কে নির্দেশিকা হিসেবে কাজ করবে। শিশু অধিকার ইস্যুতে প্রতিটি বিভাগে সংবাদ প্রতিবেদনের বিচার প্রক্রিয়ার মানদন্ড কী হবে তা নির্ধারণ করার জন্য বিচারকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যে ক্যাটেগরিতে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছর ও তদূর্ধ্ব) জমা দেওয়া যাবে:

১. টেক্সট (প্রিন্ট/অনলাইন)

  • শিশুরা পরিবর্তনের দূত হিসাবে
    স্থানীয় ও জাতীয়ভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য শিশুদের পদক্ষেপ নেওয়া সম্পর্কে।

  • ঝুঁকিতে থাকা শিশু
    শিশুশ্রম, রাস্তায় বসবাসকারী শিশুদের অবস্থা, প্রতিবন্ধী শিশু, শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং নির্যাতন এবং অন্যান্য শিশু সুরক্ষা বিষয়ে।

  • জলবায়ু পরিবর্তন ও শিশু
    শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য, অভিবাসন, ভবিষ্যত এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং/অথবা মোকাবেলা উপায়

  • শিক্ষা এবং শিশু
    শিক্ষার সুযোগ, মান, অন্তর্ভুক্তি, সাক্ষরতা, সংখ্যা এবং আরও অনেক বিষয়ে অনুসন্ধান করা।

  • লিঙ্গ সমতা 
    মেয়েদের ক্ষমতায়ন, খেলাধুলার মাধ্যমে লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে মেয়ে, ছেলে, নারী ও পুরুষের ইতিবাচক পদক্ষেপ। বাল্য বিবাহ, লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও সহিংসতা।

  • রোহিঙ্গা শরণার্থী শিশু
    রোহিঙ্গা শরণার্থী শিশুদের পরিস্থিতি, চাহিদা এবং ভবিষ্যতের স্বপ্নগুলো।

  • শিশু অধিকার (সাধারন বিভাগ)
    এই বিভাগ অন্য সকল শিশু অধিকার বিষয়ক রিপোর্টের জন্য যা অন্য বিভাগে জমা দেয়া যায় না।

২. ফটোগ্রাফি (প্রিন্ট/অনলাইন)

  • শিশু অধিকার

৩. ভিডিও (টিভি/অনলাইন)

  • শিশু অধিকার

 

শিশুদের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছরের নিচে):

১. টেক্সট (প্রিন্ট/অনলাইন)

  • শিশু অধিকার

২. ফটোগ্রাফি (প্রিন্ট/অনলাইন)

  • শিশু অধিকার

৩. ভিডিও (টিভি/অনলাইন)

  • শিশু অধিকার

 

পুরস্কার

  • মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছর ও তদূর্ধ্ব) বিজয়ীদের ১,০০,০০০ টাকা এবং একটি ক্রেস্ট প্রদান করা হবে।
  • শিশুদের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছরের নিচে) বিজয়ীদের ৫০,০০০ টাকা এবং একটি ক্রেস্ট প্রদান করা হবে।
  • মনোনীত প্রত্যেকেই একটি সনদপত্র পাবেন।

 

স্বত্ব সংরক্ষিত

ইউনিসেফ জমা দেওয়া প্রতিবেদন সবচেয়ে উপযুক্ত ক্যাটেগরিতে স্থানান্তর করার অধিকার সংরক্ষণ করে।

ইউনিসেফ তার চ্যানেলগুলিতে বিজয়ীদের কাজগুলো পুনঃপ্রকাশ করার অধিকার সংরক্ষণ করবে।

অসম্পূর্ণ দরখাস্ত বিবেচনা করা হবে না।

 

যোগাযোগ

জমা দেওয়ার ব্যপারে কোন প্রশ্ন বা সমস্যা থাকলে, যোগাযোগ করুন :

  • মোবাইলঃ +৮৮০১৮৯৬১০৮৭৭০
  • ইমেইলঃ info@mercari.com.bd