শিশুদের বিষয়ে অধিকতর উৎসাহের মধ্য দিয়ে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ উদযাপিত

- পাওয়া যাবে:
- বাংলা
- English
ঢাকা, ২৭ অক্টোবর, ২০১৯: ইউনিসেফ বাংলাদেশ আজ (রোববার) মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের ১৫তম আসরে শিশুদের বিষয়ে অসামান্য কাজের জন্য ৪৫ জন গণমাধ্যমকর্মীকে সম্মানিত করেছে।
দেশজুড়ে শিশুদের অধিকার এবং শিশুদের কল্যাণের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়ে আরও ভালো ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরিতে অনুপ্রেরণা প্রদানের জন্যই এই অ্যাওয়ার্ড চালু করা হয়। অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ভিজুয়াল প্ল্যাটফর্মে সৃজনশীল গণমাধ্যম ও সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব উদযাপন করা হয়।
১৪টি বিভাগে মনোনীত ৭৬ জনের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচিত করা হয়। গত বছর এই পুরস্কারের জন্য ৮৫০জন আবেদন করলেও এবার সেই সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেইজের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা এবং ইউনিসেফ সাহায্য-পুষ্ট একটি প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের একটি দলের প্রাণবন্ত পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সবাইকে।
অনুষ্ঠানে ইউনিসেফের শুভেচ্ছাদূত জাদুকর জুয়েল আইচ, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, ক্রিকেট তারকা সাকিব আল হাসান, ইউনিসেফ বাংলাদেশের শিশু অধিকার বিষয়ক প্রচারণা কার্যক্রমের অংশীদার ওয়ারফেইজের ব্যান্ড-এর প্রতিনিধি শেখ মনিরুল আলম টিপু এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি তোমো হোজুমি বর্ণাঢ্য আয়োজনের মধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি তোমো হোজুমি অনুষ্ঠানে বলেন, “যে কোনও সমাজের উন্নয়নে মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অগ্রগতিগুলোকে তুলে ধরে; তবে একই সঙ্গে এটি অবশিষ্ট বিষয়গুলোর পাশাপাশি সামনের চ্যালেঞ্জগুলোও তুলে ধরে।“
গণমাধ্যমকে ‘সমাজের চোখ ও কান’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি আশা করি, আজ এখানে উপস্থিত গণমাধ্যমকর্মীসহ সকল গণমাধ্যমকর্মী শিশুদের জন্য ক্ষতিকর বিষয়গুলো নিয়ে নিয়মিত, তথ্যবহুল ও বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যাতে এই বিষয়গুলো চিহ্নিত করে এগুলো সমাধানে সমাজ যথাযথ পদক্ষেপ নিতে পারে।“
শীর্ষস্থানীয় সৃজনশীল লেখক, মুদ্রিত ও সম্প্রচার মাধ্যমের অভিজ্ঞ পেশাদার গণমাধ্যমকর্মী, ফটোগ্রাফার ও শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যবিশিষ্ট বিচারকদের একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে প্রতিটি কাজ কঠোরভাবে মূল্যায়ন করা হয়, যেখানে প্রত্যেক প্রতিযোগীর নাম নির্দিষ্ট একটি কোড নম্বর দিয়ে বদলে ফেলা হয়েছিল, যাতে বিচার প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব না হয়।
মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ - বিজয়ীদের তালিকা
গণমাধ্যম বিষয়ক যোগাযোগ
ইউনিসেফ সম্পর্কে
প্রতিটি শিশুর অধিকার ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিশ্বের ১৯০ টি দেশে কাজ করছে ইউনিসেফ। সকল বঞ্চিত শিশুদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করি বিশ্বের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে।
আমাদের কাজ সম্পর্কে আরো জানতে ভিজিট করুন: www.unicef.org.bd
ইউনিসেফের সাথে থাকুন: ফেসবুক এবং টুইটার