আমরা অমিক্রন ভ্যারিয়্যান্ট সম্পর্কে কতটুকু জানি
অমিক্রম কী এবং এর থেকে আপনার পরিবারকে রক্ষা করতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?
- পাওয়া যাবে:
- বাংলা
- English
বিশ্বজুড়ে মানুষ এখন কোভিড-১৯ এর অমিক্রন ভ্যারিয়্যান্ট নিয়ে উদ্বিগ্ন। এই নতুন ভ্যারিয়্যান্ট সম্পর্কে আমরা সর্বশেষ বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করেছি এবং আরও তথ্য পাবার সাথে সাথে এই নিবন্ধটি হালনাগাদ করতে থাকবো।
কোভিড-১৯ সম্পর্কে আরও পরামর্শ এবং তথ্যের জন্য, পিতামাতাদের জন্য প্রস্তুতকৃত কোভিড-১৯ নির্দেশিকা দেখুন।.
সর্বশেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১
নিচে দেখুন:
কীভাবে অমিক্রন ভ্যারিয়্যান্ট এর বিকাশ হয়েছিল?
অমিক্রন ভ্যারিয়্যান্ট কোথায় বিদ্যমান আছে?
অমিক্রন ভ্যারিয়্যান্ট কি কোভিড-১৯ এর অন্যান্য ভ্যারিয়্যান্টের চেয়ে বেশি মারাত্মক?
অমিক্রন ভ্যারিয়্যান্ট কি বেশি সংক্রামক?
অমিক্রন ভ্যারিয়্যান্টের কি ভিন্ন ভিন্ন উপসর্গ রয়েছে?
অমিক্রন ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা কেমন?
পূর্বের কোভিড-১৯ সংক্রমন এবং অমিক্রন
অমিক্রন ভ্যারিয়্যান্ট এবং এর পরীক্ষা
অমিক্রন ভ্যারিয়্যান্ট এবং শিশু
আপনার পরিবারকে কীভাবে রক্ষা করবেন?
অমিক্রন বিষয়ে আপনার সন্তানের সাথে কীভাবে কথা বলবেন?
অমিক্রন ভ্যারিয়্যান্ট কী?
অমিক্রন ভ্যারিয়্যান্টের বেশ কয়েকটি মিউটেশন রয়েছে যা ভ্যারিয়্যান্টটি কীভাবে আচরণ করে তার উপর প্রভাব ফেলতে পারে। এসব প্রমাণের উপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অমিক্রনের ধরণটিকে উদ্বেগের একটি কারণ হিসাবে চিহ্নিত করেছে। অমিক্রন সম্পর্কে এখনও যথেষ্ট অনিশ্চয়তা রয়ে গেছে। এর সংক্রমণ-ক্ষমতা, তীব্রতা এবং পুনরায় সংক্রমণের ঝুঁকি মূল্যায়নের জন্য বেশ কিছু গবেষণা চলছে।
কীভাবে অমিক্রন ভ্যারিয়্যান্ট এর বিকাশ হয়েছিল?
যখন একটি ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য সংক্রমণ ঘটায়, তখন ভাইরাসের মিউটেশন বা পরিবর্তনের সম্ভাবনা বেড়ে যায়। একটি ভাইরাস যত বেশি ছড়ায়, ততো বেশি সেটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। অমিক্রনের মতো করোনা ভাইরাসের ভ্যারিয়্যান্টগুলো মনে করিয়ে দেয় যে, কোভিড-১৯ মহামারী এখনও শেষ হয়ে যায়নি। এ কারনে কোভিড-১৯ এর টিকা গ্রহণের সুযোগ পাবার সাথে সাথে এটি গ্রহণ করা সবার জন্য অত্যাবশ্যকীয়। এছাড়াও সকলের উচিত শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং ঘরের ভিতরের জায়গাগুলোতে যেন ভালভাবে বায়ু-চলাচল করতে পারে তা নিশ্চিত করা সহ ভাইরাসের বিস্তার রোধে বিদ্যমান নির্দেশনাগুলো অনুসরণ করা।
ভ্যাকসিন এবং অন্যান্য জনস্বাস্থ্য ব্যবস্থা যেন সর্বত্র পাওয়া যায় – তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভ্যাকসিনের বৈষম্য নিম্ন-আয়ের দেশগুলোকে, বিশেষ করে আফ্রিকার অনেকগুলো দেশকে, কোভিড-১৯ এর করুণার উপর ছেড়ে দিয়েছে। যেসব দেশে করোনার টিকার সরবরাহ পর্যাপ্ত রয়েছে, তাদের উচিত প্রতিশ্রুত ডোজগুলো অবিলম্বে সরবরাহ করা।
অমিক্রন ভ্যারিয়্যান্ট কোথায় বিদ্যমান?
অমিক্রন ভ্যারিয়্যান্ট এখন বিশ্বের অনেক দেশে সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের বেশিরভাগ দেশে অমিক্রন ভ্যারিয়্যান্ট সনাক্ত না হলেও এই ভ্যারিয়্যান্টটি সম্ভবত বেশিরভাগ দেশেই রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
অমিক্রন ভ্যারিয়্যান্ট কি কোভিড-১৯ এর অন্যান্য ভ্যারিয়্যান্টের চেয়ে বেশি মারাত্মক?
প্রাথমিকভাবে যেসব গবেষণা হয়েছে, সেসব গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে যে, অমিক্রন ভ্যারিয়্যান্ট ডেল্টা ভ্যারিয়্যান্টের তুলনায় কম মারাত্মক হতে পারে। তবে আমাদের আরও তথ্যের প্রয়োজন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে "মৃদু" বলে উড়িয়ে দেয়া উচিত নয় বলে সতর্ক করে দিয়েছে। এ বিষয়ে আরও গবেষণা চলছে এবং গবেষণা থেকে তথ্য পাবার সাথে সাথে তা হালনাগাদ করা হবে। এটা মনে রাখা জরুরি যে, কোভিড-১৯ এর সকল ধরনই মারাত্মক রোগের বা মৃত্যুর কারণ হতে পারে। এসব ধরনের মধ্যে রয়েছে ডেল্টা ভ্যারিয়্যান্ট যা এখনও বিশ্বব্যাপী শক্তিশালী ভ্যারিয়্যান্ট হিসাবে পরিচিত। এই কারণেই ভাইরাসের বিস্তার রোধ করা এবং ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি হ্রাস করা খুবই গুরুত্বপূর্ণ।
অমিক্রন ভ্যারিয়্যান্ট কি বেশি সংক্রামক?
অমিক্রন ভ্যারিয়্যান্ট অন্যান্য ভ্যারিয়্যান্টের তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে যে, কোভিড-১৯ সংক্রমণ রয়েছে এমন সম্প্রদায়ের মধ্যে অমিক্রন ভ্যারিয়্যান্ট ডেল্টা ভ্যারিয়েন্টের চাইতে দ্রুত ছাড়িয়ে যাবে।
তবে টিকা দেওয়া এবং সতর্কতা অবলম্বন করা যেমন, ভিড় এড়িয়ে চলা, অন্যদের থেকে নিজের দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা কোভিড-১৯ এর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ। আমরা এটাও জানি যে, এসব সতর্কতা কোভিড-১৯ এর অন্যান্য ধরনের বিরুদ্ধেও কার্যকর৷
> আপনিও গ্রহণ করতে পারেনে এমন অন্যান্য সতর্কতা সম্পর্কে দেখুন।
অমিক্রন ভ্যারিয়্যান্টের কি ভিন্ন ভিন্ন উপসর্গ রয়েছে?
কোভিড-১৯-এর অন্যান্য ভ্যারিয়্যান্ট থেকে অমিক্রন ভ্যারিয়্যান্টের লক্ষণ ভিন্ন হতে পারে এই মর্মে পরামর্শ দেওয়ার মতো এখনও কোনও তথ্য নেই।
অমিক্রন ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে কোভিড-১৯ ভ্যাসকিন কি কার্যকর?
গবেষকরা কোভিড-১৯ টিকার কার্যকারিতার উপর অমিক্রন ভ্যারিয়্যান্টের সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখছেন। কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখন পর্যন্ত তেমন কোনও তথ্য না থাকলেও এসব ভ্যাকসিন মারাত্মক অসুস্থতা এবং মৃত্যু ঝুঁকি হ্রাস করে এবং সাধারণ অসুস্থতা এবং সংক্রমণ হ্রাস করতে পারে। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত মনে হচ্ছে যে, বর্তমানে যেসব ভ্যাকসিন পাওয়া যায় সেগুলো গুরুতর রোগ এবং মৃত্যুর বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা প্রদান করে।
ডেল্টা ওয়ান এর মতো ব্যাপকভাবে ছড়িযে পড়া অন্যান্য ধরন থেকে রক্ষার জন্য টিকা দেয়াও গুরুত্বপূর্ণ। যখন আপনার সময় আসবে, ঠিক সেসময় টিকা নেওয়া নিশ্চিত করুন। যদি আপনার টিকার বিষয় দুটি ডোজ নেওয়ার সাথে সম্পৃক্ত থাকে, তাহলে সর্বোচ্চ সুরক্ষা পাওয়ার জন্য দুটি ডোজই গ্রহণ করা জরুরি।
কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে আরও পড়ুন এবং টিকা দেওয়ার আগে, টিকা দেওয়ার সময় এবং টিকা দেওয়ার পরে আপনার কী জানা দরকার তা অনুসন্ধান করুন।
পূর্বের কোভিড-১৯ সংক্রমন এবং অমিক্রন ভ্যারিয়্যান্ট
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে যে সব প্রাথমিক প্রমাণ পাওয়া যায় তা থেকে বোঝা যায় যে, ডেল্টার মতো করোনার অন্যান্য ধরনগুলোর তুলনায় অমিক্রনের বিরুদ্ধে পূর্ববর্তী সংক্রমণটি কম সুরক্ষা দিতে পারে। তবে, তথ্য এখনও যথেষ্ট না থাকলেও তথ্য পাওয়া সাপেক্ষে এগুলো হালনাগাদ করা হবে। আপনি আগে কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে থাকলেও আপনার টিকা নেওয়া উচিত।
যদিও কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে এমন ব্যক্তিদের ভাইরাসের বিরুদ্ধে কিছু প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে। তবে এটি কতক্ষণ স্থায়ী হয় বা কতটা সুরক্ষিত করে আমরা এখনও তা জানিনা । ভ্যাকসিন আরও নির্ভরযোগ্য সুরক্ষা প্রদান করে।
বর্তমান কোভিড-১৯ পরীক্ষা কি অমিক্রন ভ্যারিয়্যান্ট সনাক্ত করতে পারে?
ব্যাপকভাবে ব্যবহৃত পিসিআর এবং অ্যান্টিজেন-ভিত্তিক দ্রুত ডায়াগনস্টিক পরীক্ষাগুলো অমিক্রন সহ কোভিড-১৯-এর সংক্রমণ সনাক্ত করে চলেছে।
শিশুদের কি অমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রমিত হবার সম্ভাবনা বেশি?
অমিক্রন এর সংক্রমন এবং ভাইরাসটি ছড়িয়ে পড়া নিয়ে গবেষণা চলছে এবং আরও তথ্য পাওয়া মাত্রই আমরা তা হালনাগাদ করব। তবে যারা সামাজিকভাবে বেশি মেলামেশা করেন এবং যাদের টিকা দেওয়া হয়নি কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের অনেক বেশি থাকে।
কীভাবে আমি নিজেকে এবং আমার পরিবারকে অমিক্রন ভ্যারিয়্যান্ট থেকে রক্ষা করতে পারি?
ভাইরাসটিতে আক্রান্ত হবার ঝূঁকি হ্রাস করার মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে রক্ষা করা নিশ্চিত করতে পারেন।
নিজেকে এবং আপনার প্রিয়জনকে রক্ষা করতে, নিচের বিষয়গুলো অনুশীলন করা নিশ্চিত করুন। এগুলো হলো:
- আপনার নাক এবং মুখ ঢেকে রাখে এমন একটি মাস্ক পরুন। যখন আপনি আপনার মাস্ক পরবেন বা আপনার মাস্ক খুলবেন তখন অবশ্যই আপনি আপনার হাত পরিস্কার করা নিশ্চিত করুন।
- অন্যদের থেকে কমপক্ষে ১ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখুন।
- দুর্বল বায়ুচলাচল বা জনসমাগম রয়েছে এমন স্থান এড়িয়ে চলুন।
- ঘরের ভিতরে বায়ুচলাচল স্বাভাবিক রাখতে জানালা খুলে রাখুন।
- নিয়মিত হাত ধোন।
- যখন আপনার সময় আসবে, ঠিক তখনই টিকা নিন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর।
কীভাবে আমি আমার সন্তানের সাথে অমিক্রন এবং কোভিড-১৯ এর অন্যান্য ভ্যারিয়্যান্ট সম্পর্কে কথা বলতে পারি?
কোভিড-১৯ সম্পর্কে এবং ইদানীংকালে অমিক্রন ভ্যারিয়্যান্ট নিয়ে অসংখ্য সংবাদ আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। কৌতূহলী ছোট শিশুদের এসব বিষয় নিয়ে অসংখ্য প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। একটি জটিল বিষয়কে ব্যাখ্যা করতে সাহায্য করার জন্য সহজ ও আশ্বস্ত করার মতো এবং মনে রাখার মতো কিছু পয়েন্টার রয়েছে যা টিপস হিসাবে ব্যবহার করা যেতে পারে।
- কি ঘটছে তা জানার অধিকার শিশুদের রয়েছে, কিন্তু এটি তাদের বয়স-উপযুক্ত উপায়ে ব্যাখ্যা করা উচিত।
- আপনার শিশু যা শুনেছে সেটা নিয়ে তাদের প্রতিক্রিয়া শোনার জন্য সেগুলো শেয়ার করতে বলুন । সম্পূর্ণরূপে সম্পৃক্ত থাকা এবং তাদের যে কোনো ভয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরুন। কারন মহামারী এবং ভুল তথ্য প্রত্যেকের জন্য অনেক উদ্বেগ এবং অনিশ্চয়তার কারণ হয়েছে।
- আপনি নিজেই সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত আছেন - এ বিষয়টি নিশ্চিত করুন। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থার ওয়েবসাইটগুলো মহামারী সম্পর্কে তথ্যের বড় ভাণ্ডার।
- যদি আপনি উত্তর না জানেন, তবে অনুমান করবেন না। একসাথে উত্তর খোঁজার একটি সুযোগ হিসাবে এটি ব্যবহার করুন।
- মনে রাখবেন যে শিশুরা প্রাপ্তবয়স্কদের কাছ থেকে তাদের মানসিক ইঙ্গিত গ্রহণ করে। সে কারণে কোনো তথ্য আপনার শিশুর জন্য অস্বস্তিকর হতে পারে এমনটি মনে হলে আপনার ভয়ের বিষয়টি আপনার সন্তানের সাথে শেয়ার না করার চেষ্টা করুন।
কোভিড-১৯ এবং কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে আপনার সন্তানের সাথে কীভাবে কথা বলতে হয় তা জানুন।