ইউনিসেফ/ডব্লিউএইচও: শিশুদের পানিতে ডুবে যাওয়া থেকে সুরক্ষা দিতে তাদের বাবা-মায়েদের সহায়তা করছেন ক্রিকেটার সাকিব আল হাসান

মৌসুমি বৃষ্টিতে পুকুর ও নদীগুলো ভরে যাওয়ায় এবং প্রতিদিন ৪০ শিশুর ডুবে যাওয়ার প্রেক্ষাপটে শিশুদের কীভাবে বাঁচাতে হবে সে বিষয়ে সাকিবের ভিডিও ভাইরাল

25 জুলাই 2023
UNICEF Bangladesh National Ambassador Shakib Al Hassan stands with children raising awareness about drowning prevention
UNICEF/UNI413134/Dulu
UNICEF Bangladesh National Ambassador Shakib Al Hassan stands with children raising awareness about drowning prevention.

ঢাকা, ২৫ জুলাই ২০২৩ বাংলাদেশে প্রতিদিন মর্মান্তিকভাবে ৪০ জন শিশু পানিতে ডুবে মারা যায়।  প্রতিদিনের মৌসুমি বৃষ্টিতে সারাদেশে পুকুর ও নদীগুলো ভরাট হয়ে  উঠেছে, আর তাই জাতীয় ক্রিকেট আইকন /তা রকা সাকিব আল হাসান বাবা-মায়েদের সহায়তা করছেন তাদের সন্তানদের ডুবে যাওয়া থেকে রক্ষা করতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ কোটি ২০ লাখেরও বেশিবার দেখা হয়েছে এমন একটি ভাইরাল ভিডিওতে, ইউনিসেফের জাতীয় দূত সাকিব আল হাসান কীভাবে শিশুদের ডুবে যাওয়া থেকে নিরাপদ রাখা যায় সে সম্পর্কে বাবা-মায়েদের  পরামর্শ দিয়েছেন।

সাকিব আল হাসান বলেন, "জলাশয়ের কাছাকাছি গেলেশিশুরা যে ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে সে সম্পর্কে বাবা-মা ও কমিউনিটির লোকজন যদি আরও সচেতন হয় এবং তাদের সাঁতার শেখায়, তাহলে প্রতি বছর অনেক অকাল-মৃত্যু এড়ানো যেতে পারে। এই বিষয়ে সচেতনতা বাড়াতে সবাইকে আমি আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে আমরা বাংলাদেশের প্রতিটি শিশুর বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি।”

বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো পানিতে ডোবা ; প্রতি বছর এদেশে ১৪ হাজার শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে । তাই, ‘বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস’ উপলক্ষে  এই অকাল মৃত্যু প্রতিরোধে সকল বাবা-মা ও কমিউনিটিকে সতর্ক হবার আহ্বান জানান সাকিব আল হাসান।ভিডিও টিউটোরিয়ালে সাকিব কিছু সহজ পদক্ষেপের কথা বলেছেন যা বাবা-মায়েরা তাদের সন্তানদের ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নিতে পারেন। যেমন, ছোট শিশুদের  নজরে রাখা বিশেষ করে যখন তারা পানির আশেপাশে থাকে, উন্মুক্ত জলাশয়ের চারপাশে বেড়া দেওয়া এবং পানির যেকোন বড় পাত্র ঢেকে রাখা।  পাশাপাশি সন্তানের বয়স ৬ বছর  হলেই তাকে সাঁতার শেখানোর জন্য বাবা-মায়েদের প্রতি পরামর্শও দিয়েছেন সাকিব।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, “এটি  অত্যন্ত দুঃখজনক যে এত শিশু কেবল পানিতে ডোবার মতো দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে যা কিনা সহজেই প্রতিরোধ করা সম্ভব । বাবা-মা ও কমিউনিটির সদস্য হিসেবে আমাদের সকলের দায়িত্ব এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা  ।”

বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)  প্রতিনিধি ড. বারদান জাং রানা বলেন, "এমন একটি বিশ্বে যেখানে ডুবে যাওয়ার ঝুঁকি যে কাউকে গ্রাস করতে পারে, সেখানে আমাদের প্রত্যেকের জন্য পানি সংক্রান্ত দুর্ঘটনা হতে সুরক্ষার দায়িত্ব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । আসুন আমরা হাত মেলাই, একে অপরকে ক্ষমতায়ন করি এবং এমন একটি বিশ্ব গড়ার চেষ্টা করি যেখানে প্রতিটি জীবন এই প্রতিরোধযোগ্য দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকবে।"

ডব্লিউএইচওর ‘গ্লোবাল রিপোর্ট অন ড্রাউনিং: প্রিভেনটিং এ লিডিং কিলার’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে যে, এই অঞ্চলে পানিতে ডুবে মৃত্যুর হার এখনও বৈশ্বিক গড়ের চেয়ে অনেক বেশি, পুরুষ ও নারী উভয় ক্ষেত্রে এবং বয়সভিত্তিক প্রতিটি গ্রুপের ক্ষেত্রেও। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে পানিতে ডুবে যাওয়াকে ১০-১৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ, ৫-৯ বছর বয়সী শিশুদের জন্য তৃতীয়, ১৫-২৪ বছর বয়সীদের জন্য ষষ্ঠ এবং ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সপ্তম সর্বোচ্চ কারণ হিসেবে পাওয়া গেছে।

বাংলাদেশে সচেতনতার অভাব ও দুর্বল সাঁতারের দক্ষতা শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে খোলা জলাশয়ের সংখ্যা বেশি । পরিবার ও কমিউনিটিগুলোর জন্য সহজ নির্দেশিকা, শিশুরা কীভাবে নিজেদের সুরক্ষা করতে পারবে তা শেখানো, সাঁতার শেখানো এবং যেসকল শিশুদের এখনও স্কুলে যাবার বয়স হয়নি তাদের জন্য শিশুযত্ন কেন্দ্রের সুবিধাগুলোর মতো স্বল্প খরচের সমাধান শিশুদের পানিতে ডুবে মৃত্যু রোধ করতে বড় ভূমিকা রাখতে পারে।

###

সম্পাদকদের জন্য নোট:

উচ্চ রেজ্যুলেশনের ছবি ডাউনলোড করুন এখান থেকে

ভিডিও ডাউনলোড করুন এখান থেকে

গণমাধ্যম বিষয়ক যোগাযোগ

সালমা সুলতানা
ডব্লিউএইচও বাংলাদেশ
টেলিফোন: +8801817534341
ই-মেইল: ssultana@who.int
ফারিয়া সেলিম
ইউনিসেফ বাংলাদেশ
টেলিফোন: +8801817586096
ই-মেইল: fselim@unicef.org

ডব্লিউএইচও সম্পর্কিত

সব মানুষের মঙ্গলের জন্য নিবেদিত এবং বিজ্ঞান দ্বারা পরিচালিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সর্বত্র সবাইকে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপনের সমান সুযোগ প্রদানে বৈশ্বিক প্রচেষ্টায় নেতৃত্ব প্রদানকারী একটি সংস্থা। আমরা জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা, যা ১৫০টিরও বেশি স্থানের জাতি, পার্টনার (অংশী) ও মানব কল্যাণে সরাসরি নিয়োজিত মানুষকে সংযুক্ত করার মাধ্যমে স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের প্রতিক্রিয়া, রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিষয়ক সমস্যাগুলোর মূল কারণ চিহ্নিত করা এবং ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ প্রসারিত করার কাজে নেতৃত্ব দিচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে সুস্বাস্থ্যের কথা প্রচার করা, বিশ্বকে নিরাপদ রাখা এবং অরক্ষিতদের সেবা প্রদান করা। ডব্লিউএইচও এবং এর কাজ সম্পর্কে আরও তথ্যে জানতে ভিজিট করুন: www.who.int

ডব্লিউএইচওকে অনুসরণ করুন Twitter, Facebook, Instagram, LinkedIn, TikTok, Pinterest, Snapchat, YouTubeTwitch-এ।

ইউনিসেফ সম্পর্কে

বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু স্থানে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সর্বত্র সব শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে আমরা কাজ করি।

ইউনিসেফ এবং শিশুদের জন্য এর কাজ সম্পর্কিত আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.unicef.org/bangladesh/

ইউনিসেফকে অনুসরণ করুন Twitter, Facebook, Instagram এবং YouTube-এ।