পশ্চিমবঙ্গের শিশুগুলি

অতি শীঘ্রই '100 মিলিয়ন' হতে যাওয়া রাজ্যটির উন্নয়নের গতি, আগামী বছরগুলিতে এই পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রাখার জন্য পর্যাপ্ত নাও হতে পারে৷

17-year old Rima Bera is high-spirited enough to face threats from her community members for reporting and preventing child marriages.
UNICEF/UN0331600/Das

চ্যালেঞ্জ

রাজ্যটিতে নির্দিষ্টভাবে ভঙ্গুর উপজাতি গোষ্ঠীগুলি বসবাস করেন এবং বিবাদের প্রতি উন্মুক্ততা ইতিমধ্যেই বিদ্যমান ভঙ্গুরতা এবং অসাম্যের বৃদ্ধি ঘটায়৷

পশ্চিমবঙ্গ 91.3কোটি জনসংখ্যার সঙ্গে ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য এবং যারা গরিব রাজ্যে হিসাবেপঞ্চম স্থানে। এটি ভারতের মোট ভূমি ক্ষেত্রের মাত্র 2.7 শতাংশঅংশে রয়েছে এবং এই জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী পরিষেবাগুলির মানের বিচারে প্রায়শই অসংখ্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়। 2021 সালের মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা অতিরিক্ত 10 কোটিরও বেশি বৃদ্ধি পাবে, এটি একটি ‘100 কোটি’র রাজ্য হিসাবে গড়ে উঠবে। তবে, আসন্ন বছরগুলিতে এই জনসংখ্যার লভ্যাংশ মোকাবিলায় রাজ্যের বিকাশের গতি পর্যাপ্ত নাও হতে পারে।

পশ্চিমবঙ্গ হল আটটি দরিদ্রতম রাজ্যের মধ্যে একটি, যা স্বাস্থ্য, শিক্ষা এবং জীবন যাপনের মানের মত সামাজিক সূচকগুলি বরাবর বঞ্চনার একটি উচ্চ মাত্রার প্রতিফলন ঘটায়৷ তবে, ঐতিহাসিকভাবে, রাজ্যটিতে একটি শক্তিশালী পঞ্চায়েতি রাজের ব্যবস্থা বিদ্যমান রয়েছে, যেটি তৃণমূল স্তরে শিশুগুলির অধিকার প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করার একটি সুযোগ প্রদান করে৷      

যদিও রাজ্যের দারিদ্র্য হ্রাসের হার 2005-এর পর থেকে দ্রুততর হয়েছে, রাজ্যটির কিছু স্থানে উচ্চ স্তরের দারিদ্র্য রয়েই গেছে৷ পুনর্বিতরণভিত্তিক ভূমি সংস্কার পদক্ষেপগুলি স্বত্বেও, দুর্বল আর্থ-সামাজিক এবং শিল্প নীতিগুলি উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বিশেষত শিশুগুলির ক্ষেত্রে৷

স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম (SRS) 2015 অনুসারে, নবজাতকের মৃত্যুহার হল, প্রতি 1000টি জীবিত প্রসবের মধ্যে 18টি৷ ন্যাশনাল ফ্যামিলি হেল্‌থ সার্ভে (NFHS) 4 অনুসারে, পাঁচ বছরের কম বয়সী বৃদ্ধি না ঘটা শিশুগুলির হার হল 32.5 শতাংশ এবং অপচয়ে হার হল 20.3 শতাংশ৷ মাত্র 47.5 শতাংশ শিশুকে জন্মের পরে প্রথম চার ঘন্টার মধ্যে স্তন্যদুগ্ধ পান করানো হয়৷ রাজ্যটিতে শিশু রক্তাল্পতার ক্ষেত্রে 54.2 শতাংশের একটি উচ্চ প্রাদুর্ভাব রয়েছে৷

রাজ্যের, 2005-06 থেকে 2015-16 এর মোট দেশীয় উৎপাদন বৃদ্ধির গড় হার থেকেছে 10.42 শতাংশ৷ সামাজিক ক্ষেত্রে একটি ক্রমাগত বর্ধিত বিনিয়োগ স্বত্বেও, পশ্চিমবঙ্গ গ্রাম-শহর বিভাজনের বিষয়ে এবং সামাজিক গোষ্ঠীগুলির দ্বারা মানব সংস্থান বিকাশভিত্তিক সূচকগুলির ক্ষেত্রে একটি বিস্তীর্ণ ফারাকের প্রদর্শন করা প্রচলিত রেখেছ৷  

পশ্চিমবঙ্গের, লিঙ্গভিত্তিক ফারাক নিরসনের ক্ষেত্রে কর্মদক্ষতাটি মিশ্রিত পর্যায়ের৷ বিদ্যালয়ে যাওয়া এবং মাতৃ স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি সাধিত হয়েছে, কিন্তু শিশু-যৌনতার অনুপাত নিম্নমুখী, এবং মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের পাঠ সম্পূর্ণ করার হারটি অন্যান্য বহু রাজ্যের তুলনায় কম৷ অন্যান্য উপজাতিগুলির তুলনায় তফসিলি উপজাতিগুলির দারিদ্র্যের হার অধিক হিসাবে পরিলক্ষিত হয়৷ এবং, তফসিলি উপজাতি এবং জাতি উভয়েই বিদ্যালয় শিক্ষা এবং প্রাথমিক পরিষেবাগুলি প্রাপ্তির ক্ষেত্রে পিছিয়ে আছে৷

একটি আনুমানিক 94.6 শতাংশ পরিবারের নিকট উন্নত পানীয় জলের সংস্থানগুলির প্রতি নাগালপ্রাপ্ততা রয়েছে, এবং 20-24 বছর বয়সী মহিলাদের মধ্যে প্রায় 41.6 শতাংশ 18 বছর বয়সের পূর্বেই বিবাহিতা এবং 15-19 বছর বয়সী মহিলাদের মধ্যে 18.3 শতাংশ সন্তানের জন্ম দেওয়া শুরু করেছেন৷ 3-6 বছর বয়ঃগোষ্ঠীর শিশুগুলির মধ্যে 70 শতাংশের অধিক প্রাক-বিদ্যালয়গুলিতে উপস্থিত হয় (সূত্র: শিশুগুলির উপর দ্রুত সমীক্ষা 2013-14)৷

এখনও পর্যন্ত মুসলিম, উপজাতি এবং তফসিলি জনজাতিভিত্তিক গোষ্ঠীগুলির মধ্যে মাতৃমৃত্যুর একটি বৃহৎ অনুপাত বিদ্যমান রয়েছে৷ বিগত দশকটিতে, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামোর ক্ষেত্রে একটি বিস্তার ঘটেছে; তবে, স্বাস্থ্য সুবিধাগুলির বিতরণটি ক্রমান্বয়ে সঙ্কুচিত, এবং অভিগমনের ক্ষেত্রে দুর্গম স্থানগুলিতে প্রায়শই কার্যকারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি থাকে না৷

শিশুগুলির অধিকার এবং ভালো থাকার ক্ষেত্রে অগ্রগতি করা

UNICEF, প্রান্তিক এবং নাগাল পাওয়ার পরিপ্রেক্ষিতে দুষ্কর গোষ্ঠীগুলির উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধতাসহ, শেষ পর্যন্ত অগ্রবর্তী হওয়ার এবং প্রত্যেক শিশুর নিকট পৌঁছানোর ক্ষেত্রে, সরকারের প্রতি সহায়তা প্রদান করে৷

বৈষম্যের বিষয়গুলির মোকাবিলা করার এবং রাজ্যের প্রত্যেক শিশুর জন্য উচ্চমানের পরিষেবাগুলি নিশ্চিত করার উদ্দেশ্যে, UNICEF, বিশেষভাবে প্রান্তিক গোষ্ঠীভুক্ত মহিলা এবং শিশুগুলির সামগ্রিক উন্নয়নের প্রসার ঘটানোর ক্ষেত্রে, সরকার, সমাজভিত্তিক সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রচেষ্টার সঙ্গে নিবিষ্টভাবে কাজ করে চলেছে৷ UNICEF, শিশু সমস্যাগুলির বিষয়ে আরও অধিক দর্শনযোগ্যতা এবং গণ সচেতনতা নিশ্চিত করার লক্ষ্যে অংশীদারদের সঙ্গেও কাজ করছে এবং বিশেষভাবে প্রয়োজনীয়তাযুক্ত শিশুগুলির জন্য আরও অধিক সহায়তা, সংস্থান এবং দায়বদ্ধতার জন্য প্রচার করে৷

পশ্চিমবঙ্গ,  মাতৃমৃত্যু, নবজাতক এবং শিশুমৃত্যুর হারের হ্রাস ঘটানোর ক্ষেত্রে জাতীয় গড়ের তুলনায় উত্তম সাফল্য লাভ করেছে৷ যদিও সম্পূর্ণ উন্মুক্ত না হলেও, গ্রামীণ-শহুরে, আন্তঃজেলা এবং লিঙ্গভিত্তিক বৈষম্যগুলি বিদ্যমান রয়েছে৷

অনাক্রম্যতাভিত্তিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়েগুলির মধ্যে লিঙ্গগত বৈষম্য দেখা যায় না তবে, মাত্র নবজাতক মেয়েগুলির মধ্যে মাত্র 42 শতাংশকে নবজাতকের জন্য বিশেষ বিভাগে ভর্তি করার মধ্যে দিয়ে নবজাতকের যত্নের ক্ষেত্রে প্রতিফলিত হয়৷

UNICEF, প্রসবের ঘর এবং নবজাতকের বিশেষ প্রযত্ন বিভাগ এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার, উভয়ের ক্ষেত্রে যত্নের মান উন্নতি করার দ্বারা দক্ষতাপূর্ণ প্রসব সহায়কের উপর দৃষ্টি নিবদ্ধ রাখে৷ UNICEF, শূন্যস্থানগুলি সনাক্ত করতে এবং সমাজ স্তরে প্রযত্নের এবং পরিষেবাগুলির মান উন্নতির এবং হাসপাতালে প্রসব করার এবং মা এবং নবজাতকের যত্ন সংক্রান্ত সুবিধাগুলি গ্রহণ করার লক্ষ্যে গোষ্ঠীগুলির প্রতি সহায়তার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর উদ্দেশ্যে, অনলাইন পর্যবেক্ষণ ব্যবস্থার থেকে প্রাপ্ত তথ্যগুলি ব্যবহারের ক্ষেত্রে সরকারকে সহায়তাও করে৷

UNICEF, স্তন্যদুগ্ধ পান করানোর এবং নবজাতক এবং ছোট শিশুগুলিকে খাওয়ানোর অভ্যাসের প্রসার ঘটানোর উদ্দেশ্যে,  `ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভলপমেন্ট সার্ভিসেস (ICDS)` এবং ন্যাশনাল হেল্‌থ মিশন (NHM) কে শক্তিশালী করার লক্ষ্যে রাজ সরকারের সঙ্গে নিবিষ্টভাবে কাজ করছে৷ এর অতিরিক্তভাবে, UNICEF উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন (WIFS) কর্মসূচীর মধ্যে অন্তর্ভুক্তি এবং উন্নতি ঘটানোর দ্বারা মা এবং কৈশোরভিত্তিক পৌষ্টিক উপাদানগুলির সম্পূরণের ক্ষেত্রেও কাজ করছে৷

UNICEF, বিশেষভাবে জেলাগুলিতে এবং নিকৃষ্ট অন্তর্ভুক্তিযুক্ত অঞ্চলগুলিতে শৌচাগারভিত্তিক পরিষেবাগুলির প্রতি নাগালপ্রাপ্ততা এবং গুণমানের ক্ষেত্রে শূন্যস্থানগুলি পূরণ করার লক্ষ্যে রাজ্যটিকে সহায়তা প্রদান করছে৷ প্রতিষ্ঠানগুলিতে (বিদ্যালয়, স্বাস্থ্য ব্যবস্থা, ওঙ্গনওয়াড়ি, ইত্যাদি) ছাড়াও বাসগৃহগুলিতেও শৌচাগারের নির্মাণ এবং ব্যবহারের উপরেরও গুরুত্ব আরোপ করা হয়, যেটি আচরণগত পরিবর্তন এবং অভ্যাস বলবত করবে৷ UNICEF, রাজ্য বরাবর নিরাপদ পানীয় জল নিশ্চিত করার জন্য জল নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করার এবং জলের মান পরীক্ষা এবং পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে সম্পর্কিত বিভাগগুলির প্রতিও সহায়তা প্রদান করে৷

UNICEF, বিদ্যালয়-বহির্ভূত এবং বিদ্যালয় ছেড়ে যাওয়া শিশুগুলিকে মূল ধারার অন্তর্ভুক্ত করার এবং বিদ্যালয়ে উপস্থিতি এবং ধারণ নিশ্চিত করার উদ্দেশ্যে মীনা মঞ্চ-এর মত বিদ্যালয়/মাদ্রাসা-ভিত্তিক মঞ্চগুলির প্রসার ঘটানোর জন্য বিশেষ প্রকৌশলের বিকাশ ঘটানোর উদ্দেশ্যে বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রতি সহায়তা প্রদান করে৷ UNICEF, বৈচিত্র্যপূর্ণ শিক্ষাভিত্তিক প্রয়োজনীয়তাগুলি পূরণের উদ্দেশ্যে, শিশু-কেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং লিঙ্গভিত্তিক শিক্ষা প্রদান এবং শিক্ষালাভের অভ্যাসের উপর শিক্ষক, শিক্ষাবিদ, সরকারি প্রতিষ্ঠান এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সক্ষমতা গঠনের ক্ষেত্রেও সহায়তা করে৷

পশ্চিমবঙ্গ ছিল, 2013 তে ভারতে একটি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন (ECCE) কর্মসূচী শুরু করা রাজ্যগুলির মধ্যে একটি৷

উলুবেড়িয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থিত গৌরীপুর হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবে বক্সিং অনুশীলনরত উঁচু শ্রেণীর একটি মেয়ে৷
UNICEF/UN0331621/Das
উলুবেড়িয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থিত গৌরীপুর হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবে বক্সিং অনুশীলনরত উঁচু শ্রেণীর একটি মেয়ে৷

UNICEF, তালিকাভুক্তি এবং উপস্থিতির প্রসার ঘটানোর এবং গৃহে শিক্ষা গ্রহণের সহায়ক পরিবেশ প্রদানের ক্ষেত্রে পিতা-মাতাকে সক্ষম করার উদ্দেশ্যে প্রাক-বিদ্যালয় শিক্ষা গুরুত্বের উপর সচেতনতা বৃদ্ধির দ্বারা প্রাথমিক শৈশবভিত্তিক শিক্ষা কর্মসূচীর মান উন্নতির লক্ষ্যে ECCE কর্মসূচীটির (শিশু আলোয়) প্রতি সহায়তা প্রদান করে৷ রাজ্যটিও শিশু-বান্ধব শিক্ষা নীতির উপর ভিত্তি করে 1ম এবং 2য় শ্রেণীর জন্য '‌প্রাথমিক স্তরের পঠন এবং সংখ্যাভিত্তিক স্বাক্ষরতা‍'‌-এর মান উন্নয়নমূলক কর্মসূচী শুরু করেছে৷

UNICEF, জীবনের দ্বিতীয় দশটিতে একাধিক বঞ্চনার আন্তঃপ্রজন্ম আবর্তটিকে ভঙ্গ করার ক্ষেত্রে নিবেশ করাকে ততটাই গুরুত্বপূর্ণ হিসাবে অনুভব করে, যতটা পরিবর্তন সাধনকারী হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে কিশোর-কিশোরীগুলিকে যে পরিমাণ সম্ভাবনাযুক্ত হিসাবে অনুভব করে এবং শিশু-বিবাহ, মানব চালান, এবং শিশুগুলির সঙ্গে হিংসার বিরুদ্ধে সক্ষমতা এবং মঞ্চগুলির গঠনের লক্ষ্যে গোষ্ঠী এবং অল্পবয়সী ব্যক্তিদের সঙ্গে কাজ করে৷

UNICEF, একটি বিকাশভিত্তিক গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া প্রচলিত রাখে এবং প্রজন সংক্রান্ত, মাতৃত্ব, নবজাতক, শিশু স্বাস্থ্য, অনাক্রম্যতা, পুষ্টি, জল এবং শৌচাগার, শিক্ষা এবং শিশু সুরক্ষার উপর মূল নেতৃত্ব প্রদানকারী কর্মসূচীগুলির বাস্তবায়নের উদ্দেশ্যে তাদের গুরুত্বপূর্ণ সহায়তার জন্য সরকারের তরফ থেকে বিস্তৃতভাবে স্বীকৃতি লাভ করে৷  সরকার এবং UNICEF এর সমন্বিত নেতৃত্বাধীন রাজ্যভিত্তিক কর্ম পরিকল্পনাটি, রাজ্যটির শিশুগুলির সু-অবস্থাকে প্রভাবিতকারী কর্মসূচীগুলি বরাবর শূন্যস্থানগুলির পূরণ এবং বৈষম্যের মোকাবিলা করার ক্ষেত্রে সাহায্য করেছে৷   

Resources