07 মার্চ 2023
সঙ্কট-কবলিত দেশগুলোতে মায়েদের অপুষ্টি ২৫ শতাংশ বেড়েছে, যা নারী ও নবজাতকদের ঝুঁকিতে ফেলছে – ইউনিসেফ
স্টান্টিংয়ে (খর্বাকৃতি) আক্রান্ত ২ বছরের কম বয়সী শিশুদের অর্ধেকই গর্ভাবস্থায় অথবা ছয় মাস বয়সের আগেই এই অবস্থার শিকার হচ্ছে; এই প্রেক্ষাপটে কিশোরী ও নারীদের জন্য প্রয়োজনীয় পুষ্টি কর্মসূচিগুলোতে বিনিয়োগের প্রয়োজনীয়তার বিষয়ে এই প্রতিবেদন বিশেষভাবে জোর দিয়েছে