লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে ছোট পর্দায় ফিরেছে তানজিলা

বাংলাদেশে সমতা প্রতিষ্ঠায় সহায়তা করছে টেলিভিশন সিরিজ ‘ইচ্ছেডানা’

ইউনিসেফ
‘ইচ্ছেডানা’র তৃতীয় সিজনে তানজিলা, মেয়েদের নিয়ে গঠিত তার ফুটবল দল এবং তাদের কমিউনিটির গল্প থাকছে, যেখানে বাল্য বিয়ে এড়াতে ও নিজেদের লক্ষ্য অর্জনে তাদের নিজেদের পথ তৈরি করে নিতে দেখা যাবে।
UNICEF/UN0694922/Asiatic MCL
14 সেপ্টেম্বর 2022