সাকিব আল হাসান
২০১৩ সাল থেকে ইউনিসেফ ন্যাশনাল এম্বাসেডর
- পাওয়া যাবে:
- বাংলা
- English
"আজকের শিশু ও তরুণদের জন্য বিনিয়োগ করার চেয়ে কার্যকর আর কিছু হতে পারে না। সঠিক সুযোগ ও সহায়তা পেলে শিশু ও কিশোর-কিশোরীরা প্রগতিশীল ও দৃঢ় চরিত্রের হয়ে গড়ে ওঠে। তারা অমূল্য সম্পদ; তাদের স্বার্থে এবং আমাদের নিজেদের স্বার্থে আমরা তাদের কোনক্রমেই অবহেলা করতে পারি না।"
সাকিব আল হাসান
বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসান একজন বিশ্ব-স্বীকৃত প্রতিভা। বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অল-রাউন্ডার হিসেবে তাঁর স্থান সবার শীর্ষে। সাকিব একজন জাতীয় রোল মডেল হিসেবেও পরিচিত, যিনি তাঁর উজ্জ্বল ক্যারিয়ারের পুরো সময় জুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দাতব্য কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। ২০১৩ সালে সাকিব ইউনিসেফের একজন ন্যাশনাল এম্বাসেডরস হিসেবে নিযুক্ত হন এবং ইউনিসিফের বেশকিছু ফ্ল্যাগশিপ কর্মসূচি ও প্রচারণায় তিনি অংশগ্রহণ করেন। তাঁর অনেক কর্মযজ্ঞের মধ্যে কয়েকটি হল: মিনা মিডিয়া অ্যাওয়ার্ডস, শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি, এভরি চাইল্ড এলাইভ, অনলাইন নিরাপত্তা ও বিশ্ব টিকাদান সপ্তাহ। তিনি রোহিঙ্গা শিশুদের অরক্ষিত পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কক্সবাজারে শরণার্থী শিবিরও পরিদর্শন করেন।