বিশ্বের জলবায়ু হটস্পটগুলোর জন্য তহবিলে শিশুদের প্রয়োজনগুলো অবহেলিত, বলছে নতুন প্রতিবেদন

22 জুন 2023
Girls wade through floodwaters on the way to school in Sunamganj, Bangladesh
UNICEF/UN0642143/Mukut

চিলড্রেনস এনভায়রনমেন্টাল রাইটস ইনিশিয়েটিভ (সিইআরআই) জোটের সদস্য প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফ প্রকাশিত নতুন এক প্রতিবেদন অনুসারে, জলবায়ু সংকটের কারণে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তহলেও তারা প্রতিশ্রুত জলবায়ু তহবিল পাচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২.৪ শতাংশ শিশুদের জন্যশ্রেণীবদ্ধ করা যেতে পারে। ইউনিসেফের 'শিশুদের জলবায়ু ঝুঁকি সূচক' অনুসারে, ১০০ কোটির বেশি শিশু জলবায়ু সংকটজনিত প্রভাবের অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ইউনিসেফের শিশু অ্যাডভোকেট বার্বাডোসের জলবায়ু কর্মী ১৩ বছর বয়সী মারিয়া মার্শালের মতে, "শিশুরাই ভবিষ্যত, কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে বর্তমান সময়ে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের কার্যক্রমের উপর এবং আমাদের কথা শোনা হচ্ছে না। এই প্রতিবেদন যেমন বলছে, জলবায়ুজনিত সংকট সমাধানের জন্য অর্থায়ন একটি বাধ্যবাধকতা, কিন্তু সেই অর্থ কীভাবে ব্যয় করা হয় সেটাও গুরুত্বপূর্ণ। শিশুদের প্রয়োজন ও দৃষ্টিভঙ্গি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।"

ইউএনএফসিসিসি এবং প্যারিস চুক্তি অনুযায়ী গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক জলবায়ু তহবিলগুলো (এমসিএফএস) থেকে জলবায়ু অর্থায়ন করা হয়েছে কিনা তা মূল্যায়ন করার জন্য ‘তহবিল কমছে: শিশুদের জন্য জলবায়ু অর্থায়নের ঘাটতি মোকাবিলা’ শীর্ষক সমীক্ষায় তিনটি মানদণ্ডের একটি সেট ব্যবহার করা হয়েছে। এগুলো হলো– জলবায়ুজনিত সংকটের কারণে শিশুরা যে ঝুঁকিগুলোর সম্মুখীন হয় তা মোকাবিলা করা, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক সেবাগুলো শক্তিশালী করা এবং পরিবর্তনের দূত হিসেবে শিশুদের ক্ষমতায়ন করা।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বসু বলেন, “সমীক্ষায় উঠে আসা বিষয়গুলো বেশ অপ্রীতিকর। জরুরি ও কার্যকর বিনিয়োগ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চাবিকাঠি এবং শিশুদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য, যারা স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রভাবের ঝুঁকিতে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও বর্তমানে যে তহবিল ব্যয় করা হয় সেখানে শিশুদের প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়‒ এর পরিবর্তন দরকার।"

প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের মার্চ পর্যন্ত ১৭ বছর ধরে জলবায়ু-সম্পর্কিত প্রকল্পগুলোর জন্য এমসিএফএসের মাধ্যমে প্রদত্ত সমস্ত অর্থের শুধুমাত্র একটি ছোট অংশ (২.৪%) তিনটি প্রয়োজনীয়তার সবগুলোই পূরণ করেছে, যার পরিমাণ মাত্র ১২০ কোটি ডলার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সংখ্যাটি সম্ভবত একটি অত্যাধিক মূল্যায়ন প্রতিফলিত করে, যার অর্থ তিনটি প্রয়োজনীয়তার সবগুলো পূরণে এমনকি আরও কম পরিমাণ অর্থ দেওয়া হয়েছে।

সেভ দ্য চিলড্রেন-এর জলবায়ু পরিবর্তন বিষয়ক গ্লোবাল হেড কেলি টুলি বলেন, “শিশুরা, বিশেষ করে যারা ইতোমধ্যেই অসমতা ও বৈষম্যের কারণে ক্ষতিগ্রস্ত, তারা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে কম ভূমিকা রেখেছে, কিন্তু তারাই এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।  জলবায়ু অর্থায়ন শিশুদের প্রয়োজন ও দৃষ্টিভঙ্গি বিবেচনা করে এই অবিচারগুলো মোকাবিলা করার একটি সুযোগ তৈরি করে। দুর্ভাগ্যজনকভাবে এটি আজ অবধি অপর্যাপ্ত রয়ে গেছে। তবে এটি পরিবর্তন হতে পারে এবং অবশ্যই পরিবর্তন করতে হবে। সত্যিকার অর্থেই জলবায়ু সংকট মোকাবিলা করার জন্য শিশুদের অধিকারকে আমাদের প্রাধান্য দিতে হবে এবং শিশুদের কথা যাতে শোনা হয় তা নিশ্চিত করতে হবে।”

যদিও এমসিএফগুলো সামগ্রিক জলবায়ু অর্থায়নের একটি অপেক্ষাকৃত ছোট অংশের যোগান দেয়, তবে এই তহবিলগুলো যে মাত্রায় শিশুদের কথা বিবেচনা করে তা অপরিসীম ভূমিকা রাখে। আলোচনার বিষয়বস্তু নির্ধারণে এবং জাতীয় পর্যায়সহ অন্যান্য সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকে অনুঘটক ও সমন্বয় করতে এমসিএফগুলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা পরিবর্তনন আনার  জন্য প্রয়োজনীয়।

শিশুরা পানি ও খাদ্যের অভাব, পানিবাহিত রোগ এবং শারীরিক ও মানসিক আঘাতের ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণভাবে ঝুঁকিতে রয়েছে, যার সবগুলোই চরম আবহাওয়াজনিত ঘটনা এবং ধীর গতিতে শুরু হওয়া জলবায়ু প্রভাব– উভয়ের সঙ্গেই সংযুক্ত। এমনও প্রমাণ রয়েছে যে, আবহাওয়ার ধরনে পরিবর্তন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিশুদ্ধ খাবার পানির মতো মৌলিক পরিষেবাগুলো প্রাপ্তির সুযোগকে ব্যাহত করছে।

ইউনিসেফের জলবায়ু অ্যাডভোকেসির বিশেষ উপদেষ্টা পালোমা এসকুদেরো বলেন, “প্রতিটি শিশুই অন্তত একটি এবং অনেক ক্ষেত্রে একাধিক জলবায়ুজনিত বিপত্তির সম্মুখীন হয়। জলবায়ুজনিত বিপত্তির সঙ্গে স্বাস্থ্য ও পানির মতো গুরুত্বপূর্ণ সামাজিক পরিষেবাগুলোকে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে অর্থায়ন ও বিনিয়োগের খুবই প্রয়োজন তা অপ্রতুল এবং যা দিয়ে শিশুদের জরুরি ও অনন্য প্রয়োজনগুলোর বেশিরভাগই পূরণ করা সম্ভব হয় না। এটি অবশ্যই বদলাতে হবে। জলবায়ু সংকট একটি শিশু অধিকারসংকট, এবং জলবায়ু অর্থায়নে অবশ্যই এটি প্রতিফলিত হতে হবে।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যখন শিশুদের কথা আসে, তখন তাদের সক্রিয় অংশীজন বা পরিবর্তনের দূত হিসেবে স্বীকৃতি দেওয়ার বদলে প্রায়ই একটি অরক্ষিত গোষ্ঠী হিসেবে দেখা হয়। ৪ শতাংশেরও কম প্রকল্প, যার পরিমাণ এমসিএফ বিনিয়োগের মাত্র ৭ শতাংশ (২৫৮ কোটি ডলার), মেয়েদের প্রয়োজন ও সম্পৃক্ততাকে সুনির্দিষ্ট ও অর্থপূর্ণভাবে বিবেচনা করে।

প্রতিবেদনটিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের মতামত নেওয়া হয়েছে, যারা বলেছে যে, তারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন হচ্ছে। জিম্বাবুয়ের একটি কিশোরী বলেছে, “চিরেদজিতে আমরা শিখেছি যে কিছু মেয়ে স্কুলে বা বাড়িতে যাওয়ার জন্য প্লাবিত নদীতে সাঁতার কাটতে পারে না, যেখানে ছেলেরা তা পারে। স্কুলে যাওয়ার জন্য মেয়েদের ১০-১৫ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে। এই পথ পাড়ি দিতে গিয়ে তারা এমনকি ক্লাস শুরু করার আগেই ক্লান্ত হয়ে পড়ে।” বাংলাদেশের ১৩ বছর বয়সী এক কিশোর বলেছে, "আমাদের জেলায় বড় ধরনের অনেক দুর্যোগ আঘাত হানে, যার কারণে মানুষ দরিদ্র হয়ে পড়েছে এবং আমাদের মতো শিশুরা শিশুশ্রমে নিযুক্ত হচ্ছে।"

সিইআরআই জোট বহুপাক্ষিক জলবায়ু তহবিলের পাশপাশি আন্তর্জাতিক ও জাতীয় উভয় পর্যায়ে জলবায়ু অর্থায়ন প্রদানে অন্যান্য জলবায়ু অর্থায়নকারীদেরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ঘাটতি তা মোকাবিলায় কাজ করার আহ্বান জানাচ্ছে। তারা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি পূরণে তহবিল বরাদ্দের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে। এই তহবিল বরাদ্দের ক্ষেত্রে শিশুদের সামগ্রিক কল্যাণ এবং তাদের জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সামাজিক পরিষেবাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। জলবায়ুজনিত প্রভাবের কারণে সবচেয়ে অরক্ষিত এবং উচ্চ ঝুঁকিতে থাকা শিশুদের কাছে সেবা পৌঁছানো ও তাদের সহায়তা প্রদানের দিকেই মনোযোগ দেওয়া উচিত।

###

সম্পাদকদের জন্য নোট:

হাই-রেস ছবি ডাউনলোড করুন এখানে

চিলড্রেনস এনভায়রনমেন্টাল রাইটস ইনিশিয়েটিভ (সিইআরআই) হলো শিশু ও তরুণ-তরুণী জনগোষ্ঠী, জলবায়ু কর্মী, শিশু অধিকার সংস্থা, বিশেষজ্ঞ, সরকারি দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিশ্বের নানা প্রান্তের নীতি নির্ধারকদের সমন্বয়ে গঠিত একটি জোট, যারা নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশে থাকার যে মৌলিক অধিকার শিশুদের রয়েছে তা যেন স্বীকার ও পূরণ করা হয় সেটা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে। 'তহবিল কমছে: শিশুদের জন্য জলবায়ু অর্থায়নের ঘাটতি মোকাবিলা' শীর্ষক সমীক্ষায় আংশিকভাবে অর্থায়ন করেছে থিঙ্ক ট্যাঙ্ক ‘ক্যাপিটা’।

সিইআরআই পরিবেশগত ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশু ও তরুণদের কথা তুলে ধরতে জোটের সদস্যদের সহযোগিতা করে, সেইসঙ্গে শিশু-কেন্দ্রিক পরিবেশগত নীতি বাস্তবায়নে এবং বহুপাক্ষিক প্রক্রিয়াগুলোতে নতুন মানদণ্ড ও কার্যক্রম চালু করতে জাতীয় সিদ্ধান্ত গ্রহণকারীদের সক্ষমতা তৈরি করে। একটি নিবেদিত সচিবালয় জোটের কাজে সার্বিক সহযোগিতা দেয়।

গণমাধ্যম বিষয়ক যোগাযোগ

টেস ইনগ্রাম
ইউনিসেফ নিউ ইয়র্ক
টেলিফোন: +1 347 593 2593
ই-মেইল: tingram@unicef.org
ফারিয়া সেলিম
ইউনিসেফ বাংলাদেশ
টেলিফোন: +8801817586096
ই-মেইল: fselim@unicef.org

ইউনিসেফ সম্পর্কে

বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু স্থানে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সর্বত্র সব শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে আমরা কাজ করি।

ইউনিসেফ এবং শিশুদের জন্য এর কাজ সম্পর্কিত আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.unicef.org/bangladesh/

ইউনিসেফকে অনুসরণ করুন Twitter, Facebook, Instagram এবং YouTube-এ।

 

প্ল্যান ইন্টারন্যাশনাল সম্পর্কিত

প্ল্যান ইন্টারন্যাশনাল একটি স্বাধীন উন্নয়ন ও মানবিক সংস্থা যা শিশুদের অধিকার এবং মেয়েদের জন্য সমতা বিধানকে এগিয়ে নিতে কাজ করে। আমরা প্রতিটি শিশুর শক্তি ও সম্ভাবনায় বিশ্বাস করি। শিশু, তরুণ জনগোষ্ঠী, আমাদের সমর্থক ও অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করার মাধ্যমে আমরা একটি ন্যায়সঙ্গত বিশ্বের জন্য সংগ্রাম করি, মেয়েরা এবং অরক্ষিত সব শিশু যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয় সেগুলোর মূল কারণ খুঁজে বের করে সমাধানে কাজ করি। আমরা ৮০ বছরেরও বেশি সময় ধরে শিশুদের জন্য শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করছি এবং বর্তমানে ৮০টির বেশি দেশে সক্রিয়ভাবে কাজ করছি।

 

সেভ দ্য চিলড্রেন সম্পর্কিত

সেভ দ্য চিলড্রেন বিশ্বাস করে প্রতিটি শিশুরই একটি ভবিষ্যত পাওয়ার অধিকার রয়েছে। ১০০ বছরেরও বেশি আগে আমাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা ১০০ কোটির বেশি শিশুর জীবন বদলে দিয়েছি। বিশ্বজুড়ে আমরা শিশুদের স্বাস্থ্যকরভাবে জীবন শুরু ও শেখার সুযোগ দেই এবং ক্ষতি থেকে সুরক্ষিত রাখি। শিশুদের জন্য প্রতিদিন এবং প্রতিটি সংকটের সময়ে, তাদের জীবন ও ভবিষ্যতকে বদলে দিতে যা যা দরকার তার সবই আমরা করি।