রাবা খান
২০১৮ সাল থেকে ইউনিসেফ ইয়ুথ এডভোকেট
- পাওয়া যাবে:
- বাংলা
- English
"আমাদের ভবিষ্যত সুরক্ষার দায়িত্ব আমাদেরই। আমি বিশ্বাস করি, কেবল তরুণরাই পারে পৃথিবীর জন্য প্রয়োজনীয় ও প্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন আনতে। এই পরিবর্তন অব্যাহত রাখতে হলে আমাদেরকে প্রতিটি শিশুর জন্য সুরক্ষা এবং সহিংসতা থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
রাবা খান
প্রভাবক রাবা খান তাঁর ইউটিউব চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’-এর জন্য বিখ্যাত, যা বাংলাদেশে তাঁকে তরুনদের আইকন হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। হাস্যরসাত্মক ও ব্যাঙ্গাত্মক কনটেন্টের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের গভীরে প্রথিত সামাজিক সমস্যাগুলো ও জেন্ডার সংক্রান্ত প্রচলিত ভ্রান্ত ধারণাগুলোকে চ্যালেঞ্জ করেন, যা তরুণদের জীবন ও ভবিষ্যৎ বিষয়ক চিন্তার ধরন পাল্টাতে সাহায্য করে। ২০১৮ সালে ইউনিসেফ বাংলাদেশের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে রাবা জেন্ডার সমতা, অনলাইন নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, খেলাধুলা এবং তরুণ-কেন্দ্রিক অন্যান্য বিষয়ে প্রচারণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের শিশু, কিশোর-কিশোরী ও তরুণদের জন্য একজন অনুপ্রেরণা সৃষ্টিকারী ব্যক্তিত্ব এবং শিশু অধিকারের পক্ষে একজন শক্তিশালী প্রচারক।