ফারজানা ফারুক ঝুমু
২০২২ সাল থেকে ইউনিসেফ ইয়ুথ এডভোকেট

- পাওয়া যাবে:
- বাংলা
- English
“মানুষের কার্যকলাপই আমাদের পৃথিবীকে জলবায়ু বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, যা আমাদের জীবনকে আজকে কল্পনাতীতভাবে প্রভাবিত করছে এবং শিশুদের ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলছে। বিশ্বের নেতাদের এখনই জরুরী পদক্ষেপ নেয়া দরকার, এবং আমি বিশ্বাস করি যদি আমরা শিশু এবং তরুণরা সম্মিলিতভাবে আমাদের দাবিতে সোচ্চার হই, তাহলে পরিবর্তন আনতে সক্ষম হবো।"
ফারজানা ফারুক ঝুমু
বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের কারণে ফারজানা ফারুক ঝুমু জলবায়ু কর্মী হিসেবে কাজ করার জন্য অনুপ্রাণিত হয় এবং ফ্রাইডেস ফর ফিউচার (এফএফএফ) বাংলাদেশের সাথে যুক্ত হয়। তার পর থেকে ঝুমু এফএফএফ, ইউএন উইমেন ফেমিনিস্ট অ্যাকশন কোয়ালিশন ফর ক্লাইমেট জাস্টিস এবং 350.org-এর সাথে সক্রিয় থেকে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে পরিত্যাগ করার পক্ষে এবং একটি সুস্থ পৃথিবীতে ভাল ভবিষ্যত গড়ার লক্ষে একটি জোরালো কণ্ঠস্বর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জলবায়ু সংকটকে শিশু অধিকার সংকট হিসাবে তুলে ধরতে ২০২১ সালে শিশুদের জলবায়ু ঝুঁকি সূচক (সিসিআরআই) রিপোর্ট বের করার ক্ষেত্রে ঝুমু ইউনিসেফের সাথে কাজ করেছিলেন। ২০২২ সালে বাংলাদেশে ইউনিসেফ ইয়ুথ এডভোকেট মনোনীত হওয়ার পর থেকে ঝুমু জলবায়ু সংক্রান্ত সিদ্ধান্তে তরুণদের অংশগ্রহণের পক্ষে সোচ্চার ভুমিকা রাখছেন। তিনি ২০২১ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৬) এবং ২০২২ স্টকহোম + ৫০ প্রাক-সামিটে অংশগ্রহণ করেছিলেন।