প্রতিবেদন
স্কেলিং আপ ইনভেস্টমেন্ট ইন ইম্যুনাইজেশন টু প্রটেক্ট এগেইনস্ট ডিজিসেস
ডভোকেসি ব্রিফ
- পাওয়া যাবে:
- বাংলা
- English
মূল বিষয়বস্তু
বাংলাদেশে টিকাদানের সময়সূচীতে দশটি রোগের টিকা অন্তর্ভুক্ত রয়েছে, যার বার্ষিক লক্ষ্য ৩৮ লাখ শিশু এবং ৬০ লাখ নারী। টিকা বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০০,০০০ জনের জীবন বাঁচায়। টিকাদান সাফল্য বজায় রাখতে, প্রতি বছর ভ্যাকসিনের জন্য বাংলাদেশকে ২০-২৫ শতাংশ বেশি ব্যয় করতে হবে।

প্রকাশের তারিখ
ভাষাসমূহ
ইংরেজি