সিচুএশন আ্যানালাইসিস অন চিলড্রেন উইথ ডিজেবিলিটিস ইন বাংলাদেশ ২০১৪

প্রতিবন্ধী শিশুদের অবস্থা আরো দৃশ্যমান করে তুলতে এই প্রতিবেদন

খেলাধূলা করার অধিকার প্রতিটি শিশুর
ইউনিসেফ বাংলাদেশ

মূল বিষয়বস্তু

এই পরিস্থিতি বিশ্লেষণটি এমন দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে, প্রতিবন্ধি ব্যক্তির অধিকার সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন (সিআরডিপি)-এর  আলোকে  সকল শিশুর সমানভাবে মূল্যায়ন হওয়া উচিত। প্রতিবন্ধি ব্যক্তির অধিকার সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন (সিআরডিপি) হলো একবিংশ শতাব্দীর মানবাধিকার সম্পর্কিত প্রথম কনভেনশান। এটি অনুমোদন করেছে এমন প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ এবং বাংলাদেশ শিশুসহ প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার পূরণের প্রতিশ্রুতি দেয়।

এই পরিস্থিতি বিশ্লেষণের লক্ষ্য হলো প্রতিবন্ধি শিশুদের জীবনকে আরো বেশি দৃশ্যমান করে তোলা। প্রতিবন্ধি অনেক শিশুর জীবনে বিছিন্নতা শুরু হয় তাদের জন্মের প্রথম দিন থেকেই। এটি শুরু হয় তাদের জন্মনিবন্ধন না করার মাধ্যমে। তাদের ভবিষ্যত জীবনের সুরক্ষা ও বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগত সুরক্ষা এবং সামাজিক সেবাসমূহ থেকে তারা বিছিন্ন থাকে শুধুমাত্র আনুষ্ঠানিক স্বীকৃতির অভাবে। বৈষম্যের কারণে তাদের এই প্রান্তিকীকরণ আরো বাড়তে থাকে। প্রতিবন্ধি শিশুদের গণনা করার জন্য, অবশ্যই তাদেরকে জন্মের সময় এবং বিদ্যালয়ে গণনা কতে হবে 

বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের অবস্থা নিয়ে প্রতিবেদনের কভার পাতা
লেখক
ইউনিসেফ বাংলাদেশ
প্রকাশের তারিখ
ভাষাসমূহ
ইংরেজি
আইএসবিএন
978-984-8969-19-9