রেডি টু স্টার্ট স্কুল, লার্ন এ্যান্ড ওয়ার্ক
এভিডেন্স ফ্রম থ্রি এডুকেশন প্রোগ্রামস্ ফর আউট-অফ-স্কুল চিলড্রেন এ্যান্ড এডোলেসেন্টস ইন বাংলাদেশ
- পাওয়া যাবে:
- বাংলা
- English
মূল বিষয়বস্তু
স্কুলে যাওয়া এখনও বিশ্বের অনেক শিশুর জন্য একটি ভাগ্যের বিষয়। এই প্রতিবেদনের মাধ্যমে “Let Us Learn (LUL)” শিক্ষা উদ্যোগটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আমাদের গবেষকরা এই উদ্যোগটি বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুল থেকে ঝড়ে পড়া শিশুদের অভিজ্ঞতা খতিয়ে দেখেন। এই পেপারটি “Let Us Learn (LUL)” উদ্যোগ মাধ্যমে পরিচালিত কর্মসূচির উপর উদীয়মান প্রমাণ উপস্থাপনের এক গবেষণামূলক প্রতিবেদনের একটি, যার লক্ষ্য আফগানিস্তান, বাংলাদেশ, লাইবেরিয়া, মাদাগাস্কার এবং নেপালের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানের শিক্ষার সুযোগগুলি প্রসারিত করা।
