মোর দ্যান ওয়ার্ডস

ইউনিসেফস রেসপন্স টু ল্যাংগুয়েজ বেরিয়ারস ইন রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পস

বাংলাদেশ। রোহিঙ্গা শরণার্থী এক নারী
UNICEF Bangladesh/2020/Kettie

মূল বিষয়বস্তু

শরণার্থী আশ্রয় শিবিরে মানবিক সহায়তার ক্ষেত্রে ভাষাগত প্রতিবন্ধকতার যে প্রভাব এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সেখানে ইউনিসেফের সকল কার্যক্রমের উপর এর যে প্রভাব সেটিও স্থান পেয়েছে। জরুরি অবস্থার শুরু থেকে শরণার্থী জনগোষ্ঠীর জন্য ভাষার সমস্যা উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। শরণার্থী আশ্রয় শিবিরগুলোতে যোগাযোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে, জীবন রক্ষাকারী বার্তা পেতে ও সেগুলোর বোধগম্যতা বাড়াতে এবং দীর্ঘমেয়াদী সহনশীলতা সৃষ্টিতে ইউনিসেফ ২০১৭ সালের ডিসেম্বরে ট্রান্সলেটরস উইথআউট বর্ডারস-এর সাথে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে।

কেস স্টাডি-৬ কভার
লেখক
ডাঃ হাকান এরগল
প্রকাশের তারিখ
ভাষাসমূহ
ইংরেজি