পেয়িং ফরওয়ার্ড এন্ড ইনভেস্টিং ইন চিলড্রেন নাও
ডেমোগ্রাফিক চেঞ্জেস ইন বাংলাদেশ - ট্রেন্ডস এন্ড পলিসি ইমপ্লিকেশন্স
- পাওয়া যাবে:
- বাংলা
- English
মূল বিষয়বস্তু
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড-এর সুযোগ থাকাকালীন অবস্থাতেই বাংলাদেশকে শৈশবকালীন বিকাশ, শিশু সুরক্ষা, এবং সামাজিক সুরক্ষাসহ স্বাস্থ্য, পুস্টি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি এবং শিক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সময়োপযোগী বিনিয়োগ করতে হবে। মানব সম্পদে বিনিয়োগের মাধ্যমে, আজকের শিশুরা উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং কর্ম-দক্ষতা বাড়াতে এবং পরিনামে ভবিষ্যতে বয়স্ক ও বয়স্ক সমাজের সমস্যা সমাধানের সক্ষম হবে।
শিশুদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের জন্য আমাদের একটি নৈতিক দায়িত্ব এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা আমাদের বৃদ্ধ বয়সে সহায়তা করবে এবং ভবিষ্যতে সমাজের বিকাশ অব্যহত রাখবে। যদি আমরা প্রত্যাশা করি যে তারা আমাদের জন্য এই ভূমিকা পালনে সক্ষম হবে, তাহলে তাদের বিকাশে আমাদের অবশ্যই বিনিয়োগ করতে হবে।
