নিউজ লিটারেসি ইন বাংলাদেশ
ন্যাশনাল সার্ভে

- পাওয়া যাবে:
- বাংলা
- English
মূল বিষয়বস্তু
বাংলাদেশের মানুষের মধ্যে সংবাদ সাক্ষরতার বর্তমান অবস্থা যাচাই করা জাতীয় এই জরীপের প্রাথমিক উদ্দেশ্য। এছাড়াও, দেশে সংবাদ সাক্ষরতার স্তর বিকাশে ভবিষ্যতে যে সব উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করা হবে সেগুলোর মানদণ্ড নির্ধারণ করাও এ জরীপের উদ্দেশ্য। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জাতীয় সংবাদ সাক্ষরতার স্তর বিকাশে কর্ম পরিকল্পনা তৈরির জন্য জাতীয় নীতি প্রণয়নে অবদান রাখতে এই সমীক্ষা কিছু পরামর্শ প্রদান করবে।
বাংলাদেশের মিডিয়া ভোক্তাদের সংবাদ সাক্ষরতার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করতে এই সমীক্ষাটি সহায়তা করবে। সংবাদ সাক্ষরতার উপর অধিকতর গবেষণা পরিচালনার ক্ষেত্রে অন্যান্য গবেষকরা এই গবেষণাটিকে একটি মাপকাঠি হিসাবে ব্যবহার করতে পারবেন বলে আশা করা যায়।
ভবিষ্যত প্রজন্মের উন্নতির জন্য সংবাদ সাক্ষরতা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে অধিকতর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে এই গবেষণাটি।
