দ্যা রোল অফ ফেইথ ইন দ্যা হিউম্যানিটেরিয়ান রেসপন্স
স্ট্রেইনদেনিং কমিউনিটি পার্টিসিপেশন এন্ড এনগেজমেন্ট থ্রু রিলিজিয়াস লিডারস ইন রোহিঙ্গা ক্যাম্পস ইন কক্সবাজার, বাংলাদেশ

- পাওয়া যাবে:
- বাংলা
- English
মূল বিষয়বস্তু
কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফের শরণার্থী আশ্রয় শিবিরে বসবাসরত বেশিরভাগ রোহিঙ্গা শরণার্থী সুন্নি/হানাফী মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভূক্ত। ইসলাম তাদের সাংস্কৃতিক পরিচয় এবং সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় নেতারা অত্যন্ত সম্মানিত এবং ব্যক্তিগত ও সম্মিলিত আচরণের ক্ষেত্রে এদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জীবন রক্ষাকারী বার্তা ছড়িয়ে দিতে, আচরণের ইতিবাচক পরিবর্তনের জন্য প্রচার কার্যক্রম চালাতে, সামাজিক সংহতি গড়ে তুলতে এবং শরণার্থী ও স্বাগতিক কমিউনিটির শিশুদের যত্ম সম্পর্কিত নেতিবাচক নিয়মাবলী ও অভ্যাস প্রতিরোধ ও নির্মূলে সহায়তা করতে, ইউনিসেফ শিশু এবং তাদের পরিবারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নাগরিক সমাজ, বিশ্বাস ভিত্তিক সংগঠন এবং ধর্মীয় নেতাদের সাথে অংশীদারীত্বের ভিত্তিতে কাজ করছে।
