ইনফরমেশন এন্ড ফিডব্যাক সেন্টার
ইমপ্রুভিং অ্যাকাউন্টেবিলিটি টু রোহিঙ্গা রিফিউজিস ইন কক্সবাজার, বাংলাদেশ
- পাওয়া যাবে:
- বাংলা
- English
মূল বিষয়বস্তু
স্থানীয় এনজিও’র সাথে নিবিড় অংশীদারিত্বের ভিত্তিতে শরণার্থী আশ্রয় শিবির এবং স্বাগতিক কমিউনিটির গুরুত্বপূর্ণ স্থানসমূহে ইউনিসেফ ইনফরমেশন এন্ড ফিডব্যাক সেন্টার (আইএফসি) স্থাপন করেছে। এই কেন্দ্রগুলো প্রচার এবং আলাপ আলোচনার জন্য কমিউনিটি স্বেচ্ছাসেবীদের সাথে যুক্ত। ইনফরমেশন এন্ড ফিডব্যাক সেন্টার সমূহ দ্বিমূখী উপায়ে প্রাপ্য সেবা সম্পর্কিত তথ্য দেয়। কমিউনিটির প্রতিক্রিয়া, ক্ষোভ এবং অভিযোগ গ্রহণ করে ও এগুলোর প্রতি সাড়াপ্রদান করে। এছাড়াও, কমিউনিটির সদস্যদের একে অন্যের সাথে মুখোমুখি আলাপচারিতার সুযোগ করে দেয়। এভাবে এই কেন্দ্রগুলো কমিউনিটির সাথে ইউনিসেফের যোগাযোগ ও কমিউনিটির মধ্যে সংহতি রক্ষা করা এবং প্রচার কার্যক্রমে মৌলিক ভূমিকা পালন করে। এসব গুরুত্বপূর্ণ উদ্যোগের বিবরণ এবং কমিউনিটির ক্ষতিগ্রস্থ সদস্যদের প্রাথমিক বিবরণসমূহ এখানে নথিভুক্ত করা হয়েছে।
