জুয়েল আইচ
২০১৩ সাল থেকে ইউনিসেফ ন্যাশনাল এম্বাসেডরস

- পাওয়া যাবে:
- বাংলা
- English
"আমাদের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, যারা কোন প্রকার পুষ্টি ও শিক্ষা পায়না। তাদের ভবিষ্যৎ রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।"
জুয়েল আইচ
কয়েক দশক ধরে জাদুর মাধ্যমে দর্শকদের সম্মোহিত করে রেখেছেন জুয়েল আইচ। শৈশবে তিনি জাদুশিল্পে আকৃষ্ট হন এবং কৈশোরে জাদুর নানা কৌশল প্রদর্শন করা শুরু করেন। তাঁর রোমাঞ্চকর জাদুর প্রদর্শনী তাঁকে মর্যাদাপূর্ণ একুশে পদকসহ বহু পুরস্কার এনে দিয়েছে। জুয়েল আইচ একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ২০১৩ সালে তিনি ইউনিসেফ বাংলাদেশের ন্যাশনাল এম্বাসেডরস হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি শিশু অধিকার রক্ষা এবং শিশুর সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বেশকিছু উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হন। পুষ্টির জন্য একতা (#Unite4Nutrition) শীর্ষক প্রচারণায় তাঁর সম্পৃক্ততা বহু মানুষকে শিশুর অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে নামতে উৎসাহ জুগিয়েছে।