"এখন আমি পা দিয়ে লিখি, আমার চেনাজানা আর কেউ এটা পারে না"

মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই হাত হারালেও পা দিয়ে লিখে পড়াশোনা চালিয়ে যাচ্ছে ১৪ বছরের এহসান

ইউনিসেফ
রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইউনিসেফ সমর্থিত একটি শিক্ষাকেন্দ্রে সহপাঠীদের সঙ্গে বর্ষ সমাপনী পরীক্ষা দিচ্ছে 14-বছর বয়সী এহসান।
UNICEF Bangladesh/2023/Lateef
20 জুন 2023