ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২
সাংবাদিকতার উৎকর্ষতাকে স্বীকৃতি

- পাওয়া যাবে:
- বাংলা
- English
ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস 2022-এর জমা দেওয়ার সময়সীমা শেষ ।
শিশু অধিকারের বিষয়সমূহ গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকতার উৎকর্ষতাকে স্বীকৃতি দিয়ে থাকে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস।
শর্তাবলী
ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২-এর জন্য শিশু অধিকার প্রতিষ্ঠায় সংবাদ প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।
যোগ্যতার মানদণ্ড
জমা দেওয়া প্রতিবেদন অবশ্যই:
- ইংরেজি বা বাংলায় টেক্সট, ফটোগ্রাফি বা ভিডিও ফরম্যাটে ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ আগস্ট ২০২২ এর মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রকাশিত হতে হবে;
- বাংলাদেশে বসবাসরত ব্যক্তির তৈরি হতে হবে;
- সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে নৈতিক হতে হবে, শিশুদের কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না এবং শিশুদের মর্যাদাকে অবশ্যই সম্মান করতে হবে;
- মূল প্রকাশনার বিন্যাসে এবং প্রকাশনার প্রমাণসহ ডিজিটালভাবে জমা দিতে হবে;
- যে বিভাগে জমা দেওয়া হবে তার সঙ্গে সম্পর্কিত হতে হবে;
- ১০ টি বিভাগের প্রতিটিতে একজন ব্যক্তি/দল একটির বেশি আবেদন জমা দিতে পারবে না;
- বিচারক বা ইউনিসেফ কর্মীদের পরিবারের সদস্য আবেদন জমা দিতে পারবে না।
পুরস্কার নির্বাচনের মানদণ্ড
মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের বিচার প্রক্রিয়ার জন্য কোনও নির্দিষ্ট মানদণ্ড নেই। প্রতিটি বিভাগের সংজ্ঞাই সে সম্পর্কে নির্দেশিকা হিসেবে কাজ করবে। শিশু অধিকার ইস্যুতে প্রতিটি বিভাগে সংবাদ প্রতিবেদনের বিচার প্রক্রিয়ার মানদন্ড কী হবে তা নির্ধারণ করার জন্য বিচারকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিভিন্ন বিভাগে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছর ও তদূর্ধ্ব) গ্রহণ করা হবে।
টেক্সট (প্রিন্ট/অনলাইন)
- শিশুদের ওপর কোভিড-১৯ এর প্রভাব
- জলবায়ু পরিবর্তন ও শিশু
- রোহিঙ্গা শরণার্থী শিশু
- লিঙ্গ সমতা ও মেয়েদের ক্ষমতায়ন
- শিশুদের অধিকার (সাধারণ বিভাগ)
ফটোগ্রাফি (প্রিন্ট/অনলাইন)
- শিশু অধিকার
ভিডিও (টিভি/অনলাইন)
- শিশু অধিকার
শিশুদের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছরের নিচে)
টেক্সট (প্রিন্ট/অনলাইন)
- শিশু অধিকার
ফটোগ্রাফি (প্রিন্ট/অনলাইন)
- শিশু অধিকার
ভিডিও (টিভি/অনলাইন)
- শিশু অধিকার
পুরস্কার
- মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছর ও তদূর্ধ্ব) বিজয়ীদের ১,০০,০০০ টাকা এবং একটি ক্রেস্ট প্রদান করা হবে।
- শিশুদের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছরের নিচে) বিজয়ীদের ৫০,০০০ টাকা এবং একটি ক্রেস্ট প্রদান করা হবে।
- মনোনীত প্রত্যেকেই একটি সনদপত্র পাবেন।
স্বত্ব সংরক্ষিত
ইউনিসেফ তার চ্যানেলগুলিতে বিজয়ীদের কাজগুলো পুনঃপ্রকাশ করার অধিকার সংরক্ষণ করবে। অসম্পূর্ণ দরখাস্ত বিবেচনা করা হবে না।